ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডিবির সাড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১জন ডাকাত ও ৩ জন হত্যাকারী গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৬-২-২০২৩ রাত ১০:০

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক অভিযানে ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে( ডিবি) উত্তর।রবিবার (২৬শে ফেব্রুয়ারী)  ঢাকা( ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চত করেছেন।

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)  গত কয়েক মাস হতে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড সহ আশুলিয়া এলাকাতে গভীর রাতে ডাকাতি এবং ছিনতাই অহরহ ঘটছে বলে জানতে পারেন। উক্ত সংবাদের ভিত্তিতে সুযোগ্য পুলিশ সুপার ঢাকা জেলা উত্তর(ডিবি) পুলিশকে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করলে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মোবাশ্শিরা হাবিব খান পিপিএম-সেবা এর একান্ত তত্বাবধানে উত্তর ডিবি অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ২৫/০২/২৩ ইং তারিখে আশুলিয়া থানাধীন নবীনগর স্মৃতিসৌধ এলাকা হতে আসামীদের গ্রেফতার করতে সমর্থ্য হয়।

আসামী ১। বাচ্চু(২৮) পিতাঃ করম আলী, মাতাঃ মোহরা খাতুন, সাং আবুডাঙ্গা,থানাঃ দৌলতপুর,জেলা মানিকগন্জ। ২। মোঃ হাছান(২৫)
পিতাঃ আবুল কাশেম মাতাঃ রহিমা, ৩। মোঃ সুমন(২৬) ৪। পলাশ (২২) ৫। বাবু(২০)।  এছাড়া সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা হতে ধৃত আসামী ১. মোঃ দেলোয়ার শেখ (৩৩)। মোঃ আলআমিন (২৫)। ৩। বাসার (৩০),  ৪। শফিকুল ইসলাম রনি (৩২) ৫। মোঃ খোরশেদ (২৯) ৬। মোঃ আব্দুর রাজ্জাক (৪০),  উক্ত আসামীদের জিঙ্গাসাবাদে জানা যায় তাদের কাছে উদ্ধারকৃত চাপাতি, সুইস গিয়ার চাকু সহ লোহার রড নিয়ে  আশুলিয়া থানাধীন এলাকায় বাস ডাকাতি ও ছিনতাই করার প্রস্ততি নিচ্ছিল। আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ শে ফেব্রুয়ারী তারিখ ভোর সাড়ে চারটার দিকে  সোহেল মিয়া (২৫) পিতা মোঃ আনোয়ার মিয়া মাতাঃ জবেদা খাতুন এবং তার স্ত্রী মুন্নি খাতুন (২৩) উভয় গ্রাম উত্তর বাউচন্দি কামারপাড়া, পোষ্টঃ আওলিয়াগন্জ, থানাঃ বদরগন্জ, জেলা রংপুর। বর্তমান সাভারের  মজিদপুরের ছোট বলিমেহের জজ আলী সরদারের বাড়ীর ভাড়াটিয়া। ২৪ শে ফেব্রুয়ারী  ভোরের দিকে দেড় বছরের বাচ্চা সহ রংপুর হতে সাভার মডেল থানাধীন রাঙ্গাবন নার্সারীর সামনে নামলে নার্সারী সংলগ্ন গলির পথে ৩ জন অঙ্গাতনামা  দুর্বৃত্ত্ব তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তার স্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ২০০০ টাকা ছিনিয়ে নেয়। এই টাকা নিয়ে ধস্তাধস্তার এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  তাদের চিৎকারে এলাকা বাসীর সহযোগীতায় এনাম মেডিকেলে আনার পথে মারা যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়। যার নং - ৫৭, এই ঘটনা জানার  পর সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী পিপিএম-বার ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক উত্তর ও অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্মিরা হাবিব খান এর তত্ত্বাবাধনে ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিল্পব) ও সাভার মডেল থানার যৌথ প্রচেষ্টায় তথ্য প্রযুক্তি মাধ্যমে আসামী ১। রাসেল শেখ ২। মোঃ তুহিন ৩। সানি নামের তিনজনকে মাত্র ২৪ ঘন্টার মাথায় গ্রেফতার করতে সমর্থ্য হয়। এই চক্রের কাছ থেকে ২ টি ছুরি উদ্ধার করে। তাহার বাজার বাসস্ট্যান্ড সহ আশপাশ এলাকায় ছিনতাই করে আসছিল। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আইকন স্পোর্টস পার্কে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ভূমি অফিস চালানোর দায়িত্বে ঝাড়ুদার

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় যুবকের সাহসিকতায় পিরোজপুরে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

সিংড়ায় কোমর পানি পেরিয়ে স্কুলে যাচ্ছে শিশুরা, বই-খাতা ভিজে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

ঝিনাইদহে গণেশ পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাতারবাড়িতে নারীদের বিকল্প আয়ের পথ খুলে দিল ইপসা

মানিকগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা