কুতুবদিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার বাজেট লোপাট ও অনিয়মের অভিযোগ
কক্সাবাজারের কুতুবদিয়ায় গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে বাজেট লোপাটসহ পুরস্কারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন মেলায় অংশগ্রহণকারি খামারীরা। অনেক খামার, মেলায় পশু আনা-নেয়া বাবদ খামারীদের খরচ দেওয়ার কথা থাকলেও কোন ধরনের খরচ দেওয়া হয়নি এবং পশুগুলোকে ঠিকমত খাবার দেওয়া হয়নি।
এদিকে প্রদর্শনীর বাজেট খরচ নিয়েও দেখা গেছে নানা ধোঁয়াশা। কর্মকর্তারা খরচের বিবরণী দেখাতে নারাজ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, ৪৪ টি স্টলের প্যান্ডেল খরচ পড়েছে ৪০ হাজার টাকা। খাবার প্যাকেট করা হয়েছে ১৮০ টি। যার প্যাকেট প্রতি খরচ পড়েছে ৮০ টাকা। পুরষ্কার বাবদ সর্বমোট খরচ ৩০ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর- ভেটেরেনারি হাসপাতালের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্যোগে কুতুবদিয়া ভূমি অফিসের মাঠে আয়োজন করা হয়েছিল দিন ব্যাপি ‘প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩’। প্রদর্শনীর বাজেট ছিল আড়াই লাখ টাকা।
সূত্র আরো জানায়, প্রদর্শনীর আয়োজন করার আগে উপজেলার খামারীদের সাথে বৈঠক করে পশু চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই পশুগুলো প্রদর্শনীতে আনা নেওয়ার খরচ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বহন করবে। সে হিসেবে পশু আনা নেওয়ার জন্য চিহ্নিত ওই খামারীদের মাত্র ৫ শ টাকা করে দেওয়া হয়েছে। প্রদর্শনী শেষে ৩টি ক্যাটাগরী ভাগ করে খামারীদের পুরষ্কৃত করা হয়েছে।
অপর দিকে খামারীরা অভিযোগ করে বলেন, পুরস্কারের নামে প্রহসন করা হয়েছে। একদিন আগেই পুরস্কারের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে বাছাই করে রাখা হয়েছে, মেলার আয়োজন করে শুধুমাত্র তাদেরকেই পুরস্কার দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে বাজেটের সিংহভাগ টাকা লুটপাট করেছে।
প্রদর্শনীতে অংশ গ্রহণকারী মিয়ার পাড়া দুগ্ধ উৎপাদনকারি দলের খামারী জয়নাল আবেদীন বলেন, আয়োজকদের নির্দেশনা অনুযায়ী ১টি শাহীওয়াল ষাঁড় ও ১টি ফিজিয়ান গাভী নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছিলেন তিনি। তাঁর গরু ২টি প্রদর্শনীর সেরা গরু ছিল। যাকে প্রথম পুরষ্কার দেওয়া হয়েছে সে উপজেলার তালিকাভুক্ত কোন খামারী নয়। তাকে দ্বিতীয় পুরষ্কার দেওয়ায় তিনি পুরষ্কার গ্রহণ করেননি। তাছাড়া প্রদর্শনীতে পশু আনা নেওয়ার জন্য খরচ দেওয়ার কথা ছিল। প্রদর্শনীতে পশু আনা নেওয়ায় তাঁর প্রায় ৭ হাজার টাকা খরচ হলেও তাকে মাত্র ৫ শ টাকা দেওয়া হয়েছে। অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তিনি পুরষ্কার গ্রহণ করবেন না বলে জানান।
আবুল বশর নামের আরেক খামারী বলেন, তিনি একজন বাণিজ্যিক খামারী। প্রতিবছর তাঁর খামার থেকে দেশের বিভিন্ন জায়গায় মোটাতাজা পশু বিক্রি হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাকে সফল করার জন্য প্রতিবছর অনেক কষ্টে পশু নিয়ে আসেন তিনি। তাকে পশু আনা নেওয়ার জন্য কোন প্রকার খরচ দেওয়া হয়নি। উপযুক্ততা থাকা সত্বেও এই খামারীকে কোন পুরষ্কার দেওয়া হয়নি এবং এর প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে অপদস্ত করার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন কর্মকর্তা।
উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোরশেদ আলম বাহাদুর জানান, চট্টগ্রামে অবস্থান করায় তিনি এখনো প্রদর্শনীর ব্যয়ের সম্পুর্ণ হিসাব তৈরি করতে পারেননি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ সপ্রসারণ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন জানান, প্রদর্শনীর জন্য আড়াই লাখ টাকা বাজেট ছিল। তবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে তা তিনি নির্দিষ্টভাবে বলতে পারেননি।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied