পাহাড় কেটে সাবাড় করছে কেইপিজেড
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়েরর ভূমিকা বিবেচনা করে, পাহাড়কে বলা হয় প্রকৃতির পেরেক। প্রচলিত আইনে পাহাড় কাটা নিষিদ্ধ হলেও আইনের তোয়াক্কা না করে দেদাড়ছে পাহাড় কেটে সাবাড় করছে কোরিয়ান ইপিজেড। একের পর এক পাহাড় সাবাড় করে কারখানা তৈরি করছেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষ। এই কেইপিজেড এলাকাটি আনোয়ারা ও কর্ণফুলী দুই উপজেলার মাঝখানে অবস্থিত। এর ফলে নষ্ট হচ্ছে বনের প্রাকৃতিক পরিবেশ, বণ্যপ্রাণীরা চলে আসছে লোকালয়ে। নষ্টা করছে জমির ফসল, হত্যা করছে নিরিহ লোকজন।
তথ্য বলছে, পৃথিবীর সহায়ক বস্তু হিসেবে পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। আর সেই রহস্যময় সৃষ্টির গায়ে রাত-দিন এস্কেভেটর মেশিনের ভারি আঘাত। এতে ধ্বংস হচ্ছে প্রকৃতি, বন্যপ্রাণী হারাচ্ছে আবাস। আর কোরিয়ান কেইপিজেডের কারণেই বিলুপ্ত হচ্ছে দেয়াং পাহাড়ের সৌন্দর্য। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই দেয়াং পাহাড় মুছে যাবে মানচিত্রের পাতা থেকে।
সরেজমিনে দেখা যায়, খননযন্ত্র দিয়ে বড়উঠান এলাকা থেকে আনোয়ারা বৈরাগ পর্যন্ত উঁচু পাহাড় কেটে মাটি অপসারণ করে সমতল করা হচ্ছে। বিলুপ্তির পথে এখন দেয়াং। বাকি যে টিলা-পাহাড়গুলো রয়েছে সেগুলো কেটে মাটি একস্থান থেকে অন্যস্থানে নিয়ে ভরাট করে গড়ে তোলা হচ্ছে কারখানা, ইমারত ও রাস্তা।
বিশেষজ্ঞদের গবষণায় পাহাড় ধসের কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে-পাহাড়ের মাটি কেটে নেওয়া। অবাধে বৃক্ষনিধন। সড়ক নির্মাণের জন্য পাহাড়ের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নষ্ট করে দেওয়া। তাঁরা বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হলে আগে পাহাড়গুলোকে টিকিয়ে রাখতে হবে। কারণ পাহাড়ের উর্বর মাটি খাদ্যেরও জোগান দেয়। পাহাড়-পর্বত প্রকৃতির আশীর্বাদ, যা টিকিয়ে রাখার দায়িত্ব সবার ওপরেই বর্তায়।
কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন,‘বিষয়টি আমাদেরও নজরে এসেছে। কেইপিজেডের যে অংশে পাহাড় কাটা হচ্ছে তা সম্ভবত আনোয়ারার অংশে। তবুও খোঁজ খবর নিয়ে বিধি সম্মত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, ‘পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেভাবে পাহাড়ের টিলা কেটে সমতল করা হচ্ছে। যেসব শর্তে পরিবেশ অধিদপ্তর অনুমতি দিয়েছে আমরা কোনোভাবেই ওই শর্ত লঙ্ঘন করিনি।’
কিন্তু চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষকে ২০০৯ সালের ২৩ নভেম্বর এক চিঠিতে পাহাড় ড্রেসিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। পাহাড় কেটে বিলুপ্ত করার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি পাহাড়-টিলা কাটার আগে পরিবেশ অধিদফতরকে জানাতে হবে। কিন্তু এসবের কিছুই তোয়াক্কা না করে নির্বিচারে তাঁরা পাহাড় কাটছে। এসব নির্দেশ অমান্য করায় হাইকোর্ট পাহাড় কাটা বন্ধ রাখার জন্যও নির্দেশ দেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষ শিল্পায়নের নামে পাহাড় কেটে যাচ্ছে সমানে। দেয়াং পাহাড়গুলো যখন ছিল, তখন লোকালয়ে কখনো হাতি আসত না। এখন বন্যপ্রাণীগুলো তাদের বাসস্থান হারিয়ে লোকালয়ে আসছে। দেয়াং পাহাড় এখন নামে আছে, কাজে নেই।’
জানা যায়, গত বছরের ১ নভেম্বর হাইকোটের নির্দেশে আনোয়ারা উপজেলার প্রশাসন পাহাড় কাটা বন্ধ করে দেয়। যা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। ২০১২ সালে প্রথম পাহাড় কাটার অভিযোগে কেইপিজেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন পরিবেশ অধিদপ্তর।
২০১৫ সালে কেইপিজেডোর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ ৯ দফা দাবি জানিয়েছিল আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে তাঁরা বলেছিলেন, কেইপিজেডে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারকে এখনো পুনর্বাসন করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের চাকরির নিশ্চয়তাও উপেক্ষা করেছেন।
প্রসঙ্গত, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার দুই হাজার ৪’শত ৯২ একর পাহাড়ি ভূমিতে কেইপিজেড গড়ে উঠে।##
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক
বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাকের শামস খান হিমু জাতীয় পার্টির এমপি প্রার্থী
সরকারি হাসপাতালে স্যালাইন ঝুলছে গাছে
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার