ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ডে পরিবেশ ধ্বংসের মহোৎসব  


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১:২৭

সমুদ্র থেকে বালু উত্তোলন, ফসলি জমি কেটে মাটি  বিক্রি ও পুকুর-দীঘি ভরাট  সহ রিতীমত পরিবেশ ধংসের মহোৎসব চলছে চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক ও নান্দনিক  উপজেলা সীতাকুণ্ডে। 

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে  বালু উত্তোলনে চলছে মহাউৎসব। প্রশাসনের অভিযানে কিছুূদিন থেমে থাকলেও বন্ধ হয়না স্থায়ীভাবে। এতে করে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন।  কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে রাত-দিন এক করে ব্যাপক কর্মযজ্ঞ সাধন করে  বালু উত্তোলন করেছে বিভিন্ন শিপইয়ার্ড মালিক কতৃপক্ষ। ফলে ফেরিঘাট ব্রিজ  সহ  ঝুঁকিরমুখে  পড়েছে উপকূলীয় অঞ্চল। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।  ক্ষমতাসীন নেতা, শীপ ইয়ার্ড মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এমনটি করছেন বলে দাবী সাধারণ মানুষের। কুমিরা, আকিলপুর বীচ, বাড়বকুণ্ড, গুলিয়াখালী সী-বিচসহ উপজেলার বিভিন  এলাকায় বালু উত্তোলন চলছে। 

পাইপ লাইনের মাধ্যেমে ড্রেজার দিয়ে সাগর থেকে বালু উত্তোলনের অভিযুক্ত শিপব্রেকার্স মহসিন রেজা জানান আমাদের  নৌ- মন্ত্রনালয়ের অনুমতি নেয়া আছে। তবে   সুনিদিষ্ট কোন অনুমতিপত্র দেখাতে পারেনি তিনি। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই তাদের কাছে। 

কুমিরা, আকিলপুর, গুলিয়াখালী, সাগর দীঘি সহ ছোটবড় জমি কেটে মাটি বিক্রিকারী  খেকোদের কারনে অচিরে এসমস্ত এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্য হারাবে, সাগরতলে হারিয়ে যাবে কুমিরা আলেকদিয়া, গুলিয়াখালীসহ বহু গ্রাম। এছাড়া কয়েকটি প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারেরা পাহাড় কেটে তৈরি করেছেন শিল্প কারখানা, বাধ দিয়ে বন্ধ করা হয়েছে ছড়ার পানি প্রবাহ।

এবিষয়ে জানতে চাইলে,  কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমি নিজে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করি।  এমনকি উপজেলার মাসিক সমন্বয় সভায়ও জানিয়েছি তারপরও কেন বন্ধ হচ্ছে না বোধগম্য নয়। 

এব্যপারে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক (ডিডি) ফেরদৌস আনোয়ার বলেন, সমুদ্র থেকে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি কেটে মাটি বিক্রি বা ভরাট, পুকুর বা দীঘি ভরাট এগুলে কখনোই সরকার অনুমতি দেবে না। এসমস্ত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইউএনও - এসিল্যান্ড। তিনি বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এহেন গর্হিত কর্মকান্ড চালায় তাদের বিরুদ্ধে স্হানীয় প্রশাসনের এগিয়ে আসা উচিত।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাহাদাত হোসেন জানান, পরিবেশ বিধ্বংসী কাজ প্রতিরোধ করতে আমরা সবসময়ই সোচ্চার। যেখানেই অভিযোগ পাওয়া যাবে আমরা সেখানেই অভিযান চালাবো। ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়ে অভিযান পরিচালনাও করেছি। 

 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাকের শামস খান হিমু জাতীয় পার্টির এমপি প্রার্থী

সরকারি হাসপাতালে স্যালাইন ঝুলছে গাছে

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর