ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

খুলনায় ডাক্তার ও ভূক্তোভূগির পাল্টা-পাল্টি মামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ১২:৩৭

শ্লীলতাহানি ও শিশুর অঙ্গহানীর অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নুসরাত আরা ময়না। এতে  ডাঃ নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিং হোমের মালিক ডাঃ নুরুল হক ফকিরকে আসামি করা হয়। অন্যদিকে  হামলার অভিযোগে গত মঙ্গলবার শহিদ শেখ আবু নাসের হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নিশাত আব্দুল্লাহ বাদী হয়ে নুসরাত আরা ময়নার স্বামী পুলিশের এএসআই নাইম শেখের বিরুদ্ধে একই থানায় মামলা দায়ের করেন।   

ভুক্তভোগী নুসরাত আরা ময়না উল্লেখ করেন: তার স্বামীর কর্মস্থল সাতক্ষীরাতে হওয়ার কারনে তিনি সেখানেই অবস্থান করেন। তার মেয়ের চিকিৎসার জন্য শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ডাঃ নিশাত আব্দুল্লাহকে দেখালে তিনি মেয়ের হাতের আঙুলের অপারেশন করানোর কথা বলেন এবং তিনি বলেন আবু নাসের হাসপাতালে অপারেশন না করিয়ে ময়লাপোতা হক নার্সিং হোম থেকে অপারেশন করালে ভালো হবে ।

কারণ তিনি হক নার্সিং হোমে রোগী দেখেন ও অপারেশন করেন।  ডাক্তারের কথা অনুযায়ী গত ১৭ই জানুয়ারি দুপুর দেড়টার দিকে ভুক্তোভগি তার মেয়েকে অপারেশন করানোর জন্য নগরীর শেখপাড়ার হক নার্সিং হোমে ভর্তি করান। ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাঃ নিশাত তার মেয়ের হাতের আঙুল অপারেশন করেন। অপারেশন করার পর থেকে দিন দিন তার মেয়ের হাতের আঙুল কালো হতে থাকে।

এ বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বললে তিনি তার মেয়ের আঙুলের ছবি হোয়াটসঅ্যাপে দিতে বলেন। আমি তার কথা অনুযায়ী সরল বিশ্বাসে তার ব্যক্তিগত মোবাইল থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে মেয়ের আঙুলের ছবি পাঠাই। পরবর্তীতে সে তার মেয়ের চিকিৎসার সুযোগ নিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য তার ব্যবহৃত মোবাইলে নম্বরে বিভিন্ন সময় তার ব্যক্তিগত মোবাইল থেকে কল করে। তার মোবাইল নম্বরে তার ব্যক্তিগত মোবাইল থেকে গত ১১ই ফেব্রুয়ারি রাত ১২টা ৩২ মিনিটে ‘ঘুম?’ রাত ১২টা ৩৪ মিনিটে ‘রাগ?’ রাত ১২টা ৩৮ মিনিটে ‘কথা বলা যাবে?’সহ বিভিন্ন সময় আপত্তিকর বার্তা প্রেরণ করেন। এছাড়া বিভিন্ন সময় ফোন করে তাকে একা দেখা করতে বলেন। তার মেয়ের সু-চিকিৎসার কথা চিন্তা করে চিকিৎসকের মোবাইলের কল ও ম্যাসেজের বিষয়ে কাউকে কিছু জানাননি তিনি।তিনি আরও উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারী তার মেয়েকে নিয়ে শেখপাড়া হক নার্সিং হোমের চেম্বারে ড্রেসিং করানোর জন্য যেতে বলেন। সন্ধ্যায় সেখানে গেলেও তাকে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখেন। রাত সাড়ে ৮টায় তার মেয়েকে নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে গেলে নিশাত আবদুল্লাহ তাকে বিভিন্ন প্রকার আপত্তিকর কথাবার্তা বলার একপর্যায়ে ভুক্তোভূগির হাত ধরে টেনে তার কাছে নেয়ার চেষ্টা করেন।

তার কুমতলব বুঝতে পেরে মেয়েকে নিয়ে ভূক্তোভূগি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসেন। বিষয়টি ক্লিনিক মালিককে জানালে তিনি ডাঃ নিশাতের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে কাউকে কিছু না বলার জন্য শাসান। এজাহারে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি আবু নাসের হাসপাতালে ওই ডাক্তারের কাছে গেলে তার নির্দেশে হাসপাতালে থাকা ফিজিও থেরাপিস্ট লিপি নামে একজন আমার মেয়ের হাতের আঙুল ড্রেসিং করে দেন। পরে গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আমার মেয়ের হাতের আঙুল ব্যান্ডেজসহ খুলে পড়ে গেলে ডাক্তার নিশাতকে তিনি ফোনে জানান ও হক নাসিং হোমে যান। সেখানে তার মেয়ের চিকিৎসা করতে অনীহা প্রকাশ করেন ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তখন তিনি ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হলে তার মেয়ে আঙুল ব্যান্ডেজ করে দেন। ভূক্তোভূগির ওপর অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করতে না পেরে অন্য আসামিদের পরস্পর যোগসাজসে তার মেয়ে অথৈয়ের (৬) বাম হাতের আঙুলে গুরুতর আঘাত দিয়ে আঙুল স্থায়ীভাবে বিকলাঙ্গ করে অপূরণীয় ক্ষতি করেছেন বলে তিনি এজাহারে উল্লেখ করেন।  

ডাঃ শেখ নিশাতের মামলা : গত মঙ্গলবার ডাঃ শেখ নিশাত আব্দুল্লাহ মামলার এজাহারে উল্লেখ করেন,গত ২৫ ফেব্রুয়ারি রাতে নগরীর শেখপাড়ার হক নার্সিং হোমে একজন রোগীর সার্জারি কাজে তিনি ব্যস্ত ছিলেন। জটিল অপারেশন বিধায় দীর্ঘ সময় অপারেশন চলছিল। রাত ১০টায় সাতক্ষীরা পুলিশ বিভাগে কর্মরত এএসআই নাঈম ও তার স্ত্রী ৪/৫ জন লোক নিয়ে আমার অপারেশন থিয়েটারের দরজায় লাথি মারা শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। কারণ জিজ্ঞাসা করলে বলেন,তার মেয়ে অথৈকে এক মাস আগে আঙুল অপারেশন করেছিলি, আমার মেয়ের আঙুল ভালো হয়নি। এর জন্য তুই দায়ী। এখনই ১০ লাখ টাকা আমার মেয়ের আঙ্গুলের জন্য ক্ষতিপূরণ দিবি। এরপর এএসআই নাঈম তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি লাথি মারতে থাকেন। এ সময় তার স্ত্রী ও সঙ্গীরা ডাক্তারকে ঘিরে রাখেন। এক পর্যায়ে এএসআই নাঈম গলা টিপে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করতে থাকেন। এ সময় তার স্ত্রী তার দু’হাত চেপে ধরেন এবং অন্য অজ্ঞাতনামারা ডাক্তারকে মারপিট করতে থাকেন, তারা ক্লিনিকের ওটিতে ভাঙচুরও চালান বলে এজাহারে উল্লেখ করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা নার্সসহ অন্য সহযোগীরা এবং ক্লিনিকের মালিক ডাঃ নুরুল হক ফকির দৌড়ে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। ডা: নিশাত আব্দুল্লাহ শারীরিকভাবে অসুস্থতার কারণে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক জানান, উভয়পক্ষ থানায় মামলা করেছে। বুধবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে শ্লীলতাহানী ও শিশুর অঙ্গহানীর অভিযোগ তুলে ডাঃ নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিং হোমের মালিক ডাঃ নুরুল হক ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।  এর আগে মঙ্গলবার ডাঃ নিশাত আব্দুল্লাাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। দু’টি মামলার আসামিকেই গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।  পাশাপাশি এ ঘটনার তদন্ত সুক্ষ্মভাবে করা হচ্ছে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত