ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সোনাকানিয়ায়-গৃহবধূর ঘরে তালা লাগিয়েই বাইরে গাছকাটার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ১১:৩০
সাতকানিয়ায় সালিশ  বিচার বসার কথা বলিয়ে কালবিলম্ব করে গাছ কাঁটার অভিযোগ ওঠেছে সোনাকানিয়ার গারাঙ্গিয়ায় মৃত আনোয়ার হোসেনের  ছেলে  হুমায়ুন কবির ও মাহবুব হোসেনের ছেলে মৃত কামাল উদদীনের ছেলে মো:রাসেদ,মৃত কামাল উদদীনের  তাজউদ্দীন রাসেল ও সাজ্জাদ উদদীনসহ আরো কয়েকজনের  বিরুদ্ধে। 
 
বৃহস্পতিবার (২রা মার্চ)সকালে সাতকানিয়ার সোনাকানিয়ার ৮নং ওয়ার্ডের গারাঙ্গিয়ায়  আব্দুল মজিদের বসতভিটায় এই গাছ কাটার ঘটনা ঘটেছে বলে জানা যায়।স্থানীয়সূত্রে  আরো জানাযায়-সাতকানিয়া সোনাকানিয়ার গারাঙ্গিয়া এলাকার ডেপুটি পাড়ার আব্দুল মজিদের পিতারা মোট ৭ ভাই। অভিযুক্ত জসিমদের পিতা আর আর অভিযোগকারী আব্দুল মজিদ আপন চাচাত জেঠাত ভাই। তাদের উভয়ের পিতারা বেঁচে থাকাকালীন মৌখিক অংশনামামূলে ভাগবাটোয়ারা করে মৌরশী জায়গা ভোগদখলে আছেন।
 
কিন্তু ভুক্তভোগী আব্দুল মজিদরা চট্টগ্রাম শহরে থাকার সুবাদে অভিযুক্ত জসিমদের নজর পড়েন আব্দুল মজিদদের ফসলি জমিও বসতভিটির পুরনো লাগোয়া গাছগুলির দিকে। আব্দুল মজিদের বোন শিক্ষানবীশ আইনজীবি শিউলি আক্তার বলেন-আমাদের ফসলি জমিতে কয়েকদিন আগে জসীম,সাজ্জাদ, রাসেদরা এস্কেভেটর লাগিয়ে মাটি কাটলে আমাদের পক্ষ হয়ে আমার আরেক চাচাত ভাই সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, ঘটনাস্থলে সাতকানিয়া থানার এএসআই নিজাম গিয়ে পরিদর্শন করে আসেন, সাতকানিয়া থানার ওসি আগামিকাল শুক্রবার বসার টাইমও দিয়েছেন কিন্তু ওদিকে জসীমরা আজ সকালে বৈদ্যতিক করাত দিয়ে গাছ কেটে ফেলেন ওই সময়  আমার ভাবী মজিদের স্ত্রীকে দরজার  বাইরের তালা লাগিয়ে আবদ্ধ করেও রাখেন। তিনি আরো বলেন অথচ!এই বিষয়টা নিয়ে আমাদের সোনাকানিয়ার চেয়ারম্যান জসীম উদদীন পরিষদে বসার কথা আগামি ৪ঠা মার্চ শুক্রবার। এর আগেই তারা দলবদ্ধ হয়ে আমাদের ফসলি মাটি ও বসভিটির পুরনো গাছ কেটে আমাদের চরম ক্ষতি করেন।এদিকে আব্দুল মজিদ বলেন আমরা এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজু করব। আজকের ঘটনায় আমরা ৯৯৯ এ কল করলে সাতকানিয়া থানার এএসআই সাকিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সব দেখে আসেন।
এদিকে আজকের ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার এএসআই সাকিদুল বলেন-হ্যাঁ আমি ঘটনাস্থলে গিয়েছি মজিদের  প্রতিপক্ষরা গাছ কেটেছে সেই বিষয়টা সত্য। 
 
অপরদিকে অভিযুক্ত জসিম উদদীন বলেন-গাছ কেটেছি সত্য তবে তা আমাদের গাছ আমরা কেটেছি।এদিকে আপনাদের গাছ আপনারা কাটলে মজিদের স্ত্রীকে ঘরে তালাবদ্ধ রেখে কাটার কী?এবং আপনার গাছ আপনারা কাটলে ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার কারণ কী?এমন প্রশ্নের উত্তরে অভিযুক্ত জসীম কোন সদুত্তর দিতে না পারলেও এমন কোন কিছুই হয়নি বলে জানান।
 
এদিকে একই বিষয়ের রেষারেষির জেরে সাতকানিয়া থানায় দায়ের করা পূর্বের আরেকটি অভিযোগের বাদী লিয়াকত আলী খান জানান,আসলে জসীম, রাসেল,সাজ্জাদরা আমাদের উপর জোর চালাচ্ছে এবং তারা একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাতে চায়। আমরা আইনগতভাবে  এসবের একটি স্থায়ী  সমাধান চাই।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা