বাউফলে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় আ’লীগের সংবর্ধনা
পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একাধারে চতুর্থবারের মতো দায়িত্বভার গ্রহণ করায় চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা এবং নবনির্বাচিত ইউপি সদস্যদের সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কালাইয়া ইউনিয়ন পরিষদ ভবনে ওই সংবর্ধনা দেয়া হয়।
চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোসারেফ হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক জামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক অতুল চন্দ্র পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওমালা আ. রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আ স ম কবিরুজ্জামান, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, কালাইয়া ইদ্রিছ মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবলীগ সভাপতি মিজান মোল্লা এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ।
প্রধান অতিথি আ সম ফিরোজ নবনির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বারদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন আপনারা জনগণের সেবক হয়েছেন। দেশকে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসূচিসমূহকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের জন্য চেয়ারম্যান এবং মেম্বারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে হিসেব করে জনগণের সেবা করবেন।
তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু নব্য আওয়ামী লীগ নামধারী ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে সকলকে সজাগ থাকতে হবে।
জামান / জামান