ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ফের সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৩-২০২৩ বিকাল ৬:৩০
সীমা অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডে হতাহতের শোক না কাটতেই আবারো  সীতাকুণ্ড উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরিপাড়া এলাকায় লোকমানের মালিকানাধীন ইউনোটেক্সের কাছে ভাড়ায় চালিত তুলার গুদামে শনিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
সকাল ১০টার সময়  খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সীতাকুণ্ড, আগ্রাবাদ, কুমিরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আশেপাশে তীব্র পানির সংকটের কারনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৪ টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তুলার গুদামে গ্যাস সিলিন্ডার দিয়ে সংস্কারকাজ করছিলের শ্রমিকরা। হঠাৎ এর স্ফুলিঙ্গ তুলার মধ্যে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহ দাবানল। প্রথমে উপজেলার কুমিরা ফায়ারসার্ভিস পরে একে একে সীতাকুণ্ড ও আগ্রাবাদ স্টেশন যুক্ত হয়। দীর্ঘ ৭ ঘন্টা চেষ্টার পরও আগুন এখনো নিয়ন্ত্রনে আসেনি। এনিয়ে আশেপাশে এলাকার মানুষ চরম আতঙ্কিত হয়ে পড়েছে। আশে-পাশে কোন পুকুর না থাকায় দূর থেকে পানি আনার কারনে আগুন নিয়ন্ত্রনে আসতে দেরিহচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের লোকেরাও। 
 
তুলার গুদাম সুপারভাইজার আলাউদ্দিন বলেন,এ গোডাউনে ৩০ হাজার টনের বেশি তুলা ছিল।’ স্থানীয় যুবক রুবেল বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু তারা দেরিতে আসার কারণে আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে।’
 
স্থানীয়রা আরও জানান,  এটি এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমান সাহেবের  তার কাছ থেকে ইউনিটেক্স লিমিটেড কারখানার মালিক গুদামটি ভাড়া নেন। এরপর তাদের নিজস্ব সুতা তৈরির কারখানার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণে তুলা মজুদ করেন। 
এ বিষয়ে ইনিটেক্সের লিগ্যাট অব স্টেট ফারহান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে আমরা তুলার গোডাউন হিসাবে ব্যবহার করতাম। কি ভাবে আগুন লাগবো এখনো ধারনা করতে পারছিনা এবং ক্ষতিপূরণের অঙ্ক টাও বলতে পারছিনা পরে আপনাদের জানাবো। 
 
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। একই সময়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে পানির ব্যবস্থা না থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তুলার ডিপোর সামনে থাকা নেমসান কন্টেইনার লিমিটেড থেকে যদি সময়মতো পানি পাওয়া যেত, তাহলে আগুন দ্রুত নেভানো সম্ভব হতো। কন্টেইনার কর্তৃপক্ষ আমাদের পানির জন্য অনুমতি দেয় দুপুর ১টার দিকে।’
 
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার দিয়ে কাটিং কাজ করার সময় ওই তুলার গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে গুদামটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তার সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। তবে এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে এসে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, ‘স্থানীয় সূত্রে শুনেছি গ্যাস সিলিন্ডার দিয়ে তুলার ডিপোতে সংস্কার কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। তদন্ত করা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ