ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

লুঠেরা সরকার হিসেবে বহিঃবিশ্বে আওয়ামীলীগ সরকার পরিচিতি পেয়েছে : আবদুল্লাহ আল নোমান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৩-২০২৩ রাত ৮:৩০

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, কর্তৃত্ববাদী ও লুঠেরা সরকার হিসেবে বহিঃবিশ্বে আওয়ামীলীগ সরকার পরিচিতি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন এই কর্তৃত্ববাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার হরণ করেছে। এই দূঃসহ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে জোরদার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠা করা।
শনিবার সকাল ১১টায় নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর গোল চত্বরে বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবী আদায়ের আন্দোলনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিশাল মানববন্ধন কর্মসূচীতে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
আবদুল্লাহ আল নোমান বলেন, যুগে যুগে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, জনগণ বিজয়ী হয়েছে, চলমান গণতান্ত্রিক আন্দোলনেও এই ধারাবাহিকতার কোন ব্যতিক্রম হবে না। আমরা অবশ্যই এই আন্দালনে জয় লাভ করবো। সরকার কখনো ২০১৮ সালের মত রাতের ভোটে, কখনো ২০১৪ সালের মত বিনাভোটে আবার আবার কখনো বিবাড়িয়ার উপ নির্বাচনের মতো সাত্তার মার্কা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার ধারাবাহিকতা রক্ষ করার পথ খুঁজছে উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং কোন পাতানো নির্বাচন বাংলাদেশে আর হবে না। দমন-পীড়ন যত বাড়বে আন্দোলন ততবেশী বেগবান হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান  ইদ্রিস মিয়া,  এডভোকেট ইফতেখার মহসীন, মোশারফ হোসেন, নুরুল আনোয়ার চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, এস.এম. মামুন, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, মঞ্জুর উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, এডভোকেট ফোরকান, আব্দুল গাফ্ফার চৌধুরী, নুরুল ইসলাম সওদাগর, হাজী ইসহাক, মাস্টার লোকমান, হামিদুল হক মান্নান, হুমায়ুন কবির আনসার, আবু নিপার, আবুল কালাম আবু, নুরুল কবির, মফল আহমদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোজাম্মেল হক, মহিলা দল সভাপতি জান্নাতুন নাইম রিকু, ডা. মহসীন খান তরুন, মঞ্জুর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মনজুরুল আলম তালুকদার, সেলিম চৌধুরী, মোহাম্মদ মহসীন, ওবায়দুল হক পিবলু, নঈম উদ্দীন, হারুন কাকন, প্রমূখ। সভা পরিচালনা করেন এডভোকেট শওকত ওসমান।
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সরকারের দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে ওঠেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার

আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

রায়গঞ্জে কাজী ফার্মের ভারী যানবাহন ও অবৈধ মাটি বহনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম

শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক

বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ