ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

খোকসায় সিঙ্গারা বিক্রি করে পরিবারের হাল ধরেছে শিশু রাব্বি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৪:৫২
অ্যালুমিনিয়ামের বড় ডিসভর্তি সিঙ্গারা মাথায় নিয়ে হেঁটে চলেছে পাকা সড়ক ধরে ১২+ বছরের শিশু রাব্বি হোসেন। সব মিলিয়ে দেড়শত সিঙ্গারা হবে। এই সিঙ্গারার সাথে জড়িয়ে আছে রাব্বি ও তার পরিবারের সদস্যদের পেটপুরে দ‍ুই বেলা খাওয়ার স্বপ্ন। পরিবারে সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে কখনো গ্রামে গ্রামে কখনো ‍আবার কখনো বাজারের মধ্যে ছুটে চলেছে শিশু রাব্বি হোসেন। রাব্বির বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ায়। সে মোড়াগাছা মাধ্যমক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
 
রাব্বি জানায়, তার বাবা মো. আনোয়ার হোসেন প্রায় ৪ বছর আগে তার মাকে ছেড়ে অনত্র্য বিয়ে করেছেন। মা মোছা. নবিরন নেছা (৩৮) বাড়িতে সারাদিন ছাগল চরিয়ে সামান্য উপার্জন করেন, যা দিয়ে তিন সদস্যদের মুখে ভাত তুলে দেয়াই কঠিন হয়ে পড়ে। দুই ভাই-বোনের মধ্যে রাব্বি বড়। ফলে সংসারের অন্য সদস্যদের খাবার এবং ভরণ-পোষণের দায়িত্ব নিতে মাঠে নামতে হয়েছে তাকে। সিঙ্গারা বিক্রির কম পুঁজির ব্যবসা ধরতে হয় তাকে। সকালে বাড়ি থেকে বের হয়ে খোকসা বাজার ও আশপাশের এলাকায় যেতে হয় তাকে। সারাদিন বিক্রি করে দিন শেষে বাড়িতে আসে সে। সকালের নাস্তা বাড়িতে সেরে বাজারে ও গ্রামে গ্রামে ঘুরে হাঁকডাক ছেড়ে মানুষের দৃষ্টি কাড়ে সে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ পিস সিঙ্গারা তৈরি করে দেন তার মা। সারাদিনে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়।
 
রাব্বি আরো জানায়, ছোট বোন মোছা. শ্রাবণী খাতুন (৯) ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ফলে ছোট বোনকে লেখাপড়া শেখাতে এবং সংসারের হাল ধরতে তাকে এ ব্যবসায় নামতে হয়েছে। করোনার কারণে বর্তমানে সিঙ্গারা বিক্রি করতে অনেক সময় অনেকের রোষানলে পড়তে হয়। হাঁকডাক শুনে ছেলে-মেয়েরা বাড়ি থেকে তার কাছে ছুটে আসে। এ সময় সিঙ্গারা কিনে দিতে তারা বাবা-মায়ের কাছে বায়না ধরে। অনেক বাবা-মা কিনে দেন আবার অনেক বাবা-মা আমাকে গালি দেন এবং চলে যেতে বলেন। তারপরও পেট চালাতে তাকে এই ব্যবসা করতে হয়।
 
এলাকার বাসিন্দা মুর্শিদ জানান, ছেলেটা খুব অসহায়। রাব্বির পরিবার চলে সিঙ্গারা বিক্রি করে। রাব্বির পরিবার যদি সরকারি আর্থিক সহায়তা পায় তাহলে হয়তো তাকে এত ছোট বয়সে পরিবারের ভার বহন করতে হতো না।
 
তিনি বলেন, রাব্বির পরিবারটি অত্যন্ত দরিদ্র। এত ছোট বয়সে তাকে পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিতে হয়েছে এটা খুবই দুঃখজনক। তিনি পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সচেতন ও হৃদয়বান মানুষদের রাব্বির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা