ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

খোকসায় সিঙ্গারা বিক্রি করে পরিবারের হাল ধরেছে শিশু রাব্বি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ৪:৫২
অ্যালুমিনিয়ামের বড় ডিসভর্তি সিঙ্গারা মাথায় নিয়ে হেঁটে চলেছে পাকা সড়ক ধরে ১২+ বছরের শিশু রাব্বি হোসেন। সব মিলিয়ে দেড়শত সিঙ্গারা হবে। এই সিঙ্গারার সাথে জড়িয়ে আছে রাব্বি ও তার পরিবারের সদস্যদের পেটপুরে দ‍ুই বেলা খাওয়ার স্বপ্ন। পরিবারে সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে কখনো গ্রামে গ্রামে কখনো ‍আবার কখনো বাজারের মধ্যে ছুটে চলেছে শিশু রাব্বি হোসেন। রাব্বির বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কালীবাড়ি পাড়ায়। সে মোড়াগাছা মাধ্যমক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
 
রাব্বি জানায়, তার বাবা মো. আনোয়ার হোসেন প্রায় ৪ বছর আগে তার মাকে ছেড়ে অনত্র্য বিয়ে করেছেন। মা মোছা. নবিরন নেছা (৩৮) বাড়িতে সারাদিন ছাগল চরিয়ে সামান্য উপার্জন করেন, যা দিয়ে তিন সদস্যদের মুখে ভাত তুলে দেয়াই কঠিন হয়ে পড়ে। দুই ভাই-বোনের মধ্যে রাব্বি বড়। ফলে সংসারের অন্য সদস্যদের খাবার এবং ভরণ-পোষণের দায়িত্ব নিতে মাঠে নামতে হয়েছে তাকে। সিঙ্গারা বিক্রির কম পুঁজির ব্যবসা ধরতে হয় তাকে। সকালে বাড়ি থেকে বের হয়ে খোকসা বাজার ও আশপাশের এলাকায় যেতে হয় তাকে। সারাদিন বিক্রি করে দিন শেষে বাড়িতে আসে সে। সকালের নাস্তা বাড়িতে সেরে বাজারে ও গ্রামে গ্রামে ঘুরে হাঁকডাক ছেড়ে মানুষের দৃষ্টি কাড়ে সে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ পিস সিঙ্গারা তৈরি করে দেন তার মা। সারাদিনে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়।
 
রাব্বি আরো জানায়, ছোট বোন মোছা. শ্রাবণী খাতুন (৯) ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ফলে ছোট বোনকে লেখাপড়া শেখাতে এবং সংসারের হাল ধরতে তাকে এ ব্যবসায় নামতে হয়েছে। করোনার কারণে বর্তমানে সিঙ্গারা বিক্রি করতে অনেক সময় অনেকের রোষানলে পড়তে হয়। হাঁকডাক শুনে ছেলে-মেয়েরা বাড়ি থেকে তার কাছে ছুটে আসে। এ সময় সিঙ্গারা কিনে দিতে তারা বাবা-মায়ের কাছে বায়না ধরে। অনেক বাবা-মা কিনে দেন আবার অনেক বাবা-মা আমাকে গালি দেন এবং চলে যেতে বলেন। তারপরও পেট চালাতে তাকে এই ব্যবসা করতে হয়।
 
এলাকার বাসিন্দা মুর্শিদ জানান, ছেলেটা খুব অসহায়। রাব্বির পরিবার চলে সিঙ্গারা বিক্রি করে। রাব্বির পরিবার যদি সরকারি আর্থিক সহায়তা পায় তাহলে হয়তো তাকে এত ছোট বয়সে পরিবারের ভার বহন করতে হতো না।
 
তিনি বলেন, রাব্বির পরিবারটি অত্যন্ত দরিদ্র। এত ছোট বয়সে তাকে পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিতে হয়েছে এটা খুবই দুঃখজনক। তিনি পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সচেতন ও হৃদয়বান মানুষদের রাব্বির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এমএসএম / জামান

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ