ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রাজনগরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে কাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৩:১২

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তৃতীয় পর্যায়ের উদ্বোধনের বাকি ৭টি ও চতুর্থ পর্যায়ের বরাদ্দকৃত নতুন  ১৪৭টি ঘর মিলিয়ে মোট ১৫৪ টি ঘর  হস্তান্তর করা হবে আগামীকাল বুধবার দুপুরে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘর গৃহহীনদের মধ্যে  হস্তান্তর করবেন।

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন , পাঁচগাঁও ইউনিয়ন , মনসুরনগর ইউনিয়ন ও কামারচাক ইউনিয়নের গৃহহীন পরিবার গুলোকে এসব ঘর দেওয়া হচ্ছে।
 বুধবার চতুর্থ পর্যায়ে নির্মিত ১৪৭টি ঘর ও তৃতীয় পর্যায়ে উদ্বোধনের বাকী থাকা ৭টি ঘর  হস্তান্তর করা হবে।

চতুর্থ পর্যায়ে নতুন করে রাজনগর  উপজেলার ফতেপুর ইউনিয়নে ৪৭টি, পাঁচগাঁও ইউনিয়নে ২১টি, কামারচাক ইউনিয়নে ৭০টি ও মনসুরনগর ইউনিয়নে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রত্যেককে দুই শতাংশ জমির উপর নির্মিত ঘরের চাবি ও দলিল দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মানে ভূমি মন্ত্রণালয় ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছিল।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর তত্ত্বাবধানে সকল জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ভূমিহীন ও গৃহহীনরা মাথা গোঁজার ঠাই পাবে। এই পর্যায়ের ঘর হস্তান্তরের মাধ্যমে রাজনগর  উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকাল ৯টা থেকে উপকারভোগী ও সুধীজনদের নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করা হবে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘর গৃহহীন মানুষের মধ্যে প্রেরণ করবেন।

গতকাল বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন রাজনগর উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রশাসক, ফারজানা হক মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পেশায় ব্যাক্তি বর্গরা। 

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

নড়াইলে বিদেশ ফেরত প্রতিবেশীর খপ্পরে পড়ে সর্বশান্ত জাফর শেখ আদালতে মামলা দায়ের