ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সভাপতি-অসীম সরকার, সাধারণ সম্পাদক-দুলাল হোসেন

ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির নতুন কমিটি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৩-২০২৩ রাত ৯:২১

২১ মার্চ ২০২৩ মঙ্গলবার সকালে ঢাকার একটি হোটেলে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সাবজেক্ট কমিটি অসীম সরকার (দৈনিক বর্তমান)কে সভাপতি ও দুলাল হোসেন (ফিনানসিয়াল এক্সপ্রেস)কে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতির ৩৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে।  

অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহমুদ শফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান বন সংরক্ষক ইউনুস আলী।সৈয়দ জহিরুল আবেদীনের সভাপতিত্বে এবং দুলাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আহমেদুজ্জামান, পি আর বিশ^াস, কাঞ্চন কুমার দে, সমাজ কর্মী সন্তু সাহা, কাজী মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, শিব শংকর মোদক, বোরহান উদ্দিন, মার্জিয়া লিজা প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেন।

বিদায়ী সভাপতি তার বক্তব্যে নতুন কমিটিকে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করে সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য আহ্বান জানান।  নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি-কাঞ্চন কুমার দে (বাংলাদেশের আলো), ফখরুদ্দিন জুয়েল (এনটিভি), শপথ চৌধুরী  (দৈনিক খবর), বোরহান উদ্দিন (বিনিয়োগ ভাবনা), যুগ্ম সম্পাদক-শিব শংকর মোদক (এশিয়ান এইজ), আতাউর রহমান (বাংলাদেশ সময়), সাংগঠনিক সম্পাদক- সাহেদ খান (আওয়ার নিউজ ২৪), সহ সাংগঠনিক সম্পাদক- আমির হোসেন অপু (এটিএন বাংলা), অর্থ সম্পাদক- সঞ্জিত কুমার দাস (যুগান্তর), দপ্তর সম্পাদক- আবু তালেব (দৈনিক পথযাত্রা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সুফি ইমরান (বাসস), পরিবেশ বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আনিসুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জিয়াউর রহমান সুমন (বাংলাদেশ সময়), শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- এইচ এম আমিন (দৈনিক ইত্তেফাক), সাহিত্য ও পাঠচক্র সম্পাদক- রেদওয়ান মাসুদ (মোড়ল নিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক-বৃষ্টি দাস (সময় টিভি), সমাজ কল্যাণ সম্পাদক-শাহাদাত হোসেন (সংবাদ মোহনা), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- দেওয়ান মাসুম (এশিয়ান এইজ), ক্রীড়া সম্পাদক- কে এম রায়হান (দৈনিক সকালের সময়), নারী বিষয়ক সম্পাদক- মার্জিয়া লিজা, নির্বাহী সদস্য-কাজী মোয়াজ্জেম হোসেন (ডিপ্লোমেট বিডি ডট কম), সৈয়দ জহিরুল আবেদীন (ডেইলি অবজারভার), মো. ফখরুল ইসলাম (সংবাদ মোহনা), শামসুল আলম (প্রভাতি খবর), শহীদুজ্জামান বাদল (দি গ্লোবাল নেশন), মনির মুন্সী (গ্লোবাল ভয়েজ), রবিউল ইসলাম পলাশ (জাগো নিউজ), শিল্পী রানী দাস (ভোরের সময়), অলিদুর রহমান, নকিব মুকশি (প্রথম আলো), মাহমুদ তুহিন (ভোরের পাতা), পপি মিত্র। একজন সহ সভাপতি ও দুইজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

নড়াইলে বিদেশ ফেরত প্রতিবেশীর খপ্পরে পড়ে সর্বশান্ত জাফর শেখ আদালতে মামলা দায়ের