ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

খুলনার রুপসায় সাবেক বনদস্যুর নামে চুরি-ডাকাতির অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৪৪

সম্প্রতি কয়েকমাস যাবৎ রুপসা উপজেলায় চুরি আর ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। পুলিশের ভূমিকা নিয়ে  উঠেছে প্রশ্ন। সাবেক এক বনদস্যুর নামে এসকল  অভিযোগের উঠেছে। 
চুরির ঘটনার সূত্র বলছে, গত বছর আগষ্ট মাসে অস্ট্রেলিয়ার প্রকল্প ওয়াটার সাপ্লাই’র পাইপ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল এক প্রকার ডাকাতি করে নিয়ে যায় স্থানীয় এক সাবেক বনদুস্য। সম্প্রতি শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের ইটের ভাটা থেকে স্যালো মেসিন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ২০ মার্চ পুটিমারি ফাঁড়ির উপ-পরিদর্শক বাবলা সাহা রাজু মোল্যার বাড়ি থেকে স্যালো মেসিনটি উদ্ধার করেন। রাজু মোল্যার পরিবারের লোকজন জানান স্যালো মেশিনটি বাসের শিকদারের কাছে থেকে রাজু মোল্যা ক্রয় করেছেন। 
কিন্তু স্যালো মেশিন উদ্ধারের ৭২ ঘন্টা পার হলেও রাজু মোল্যা বা বাসের শিকদার অধরা রয়েছেন। পুঁটিমারি থানার আইসি বাবলা সাহা কাউকে গ্রেফতার করতে সক্ষম হননি। চোরাই মাল যার কাছ থেকে কিনেছেন এবং যার বাসা থেকে চোরাই স্যালো মেসিনটি উদ্ধার হয়েছে তাদের কাউকে আটক করেননি তিনি। এ সব ঘটনার সাথে বাসের শিকদার নামে এক সাবেক বনদুস্য জড়িত বলে অভিযোগ উঠেছে। বাসের শিকদারের সাথে পুঁটিমারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবলা সাহার সাথে গভীর সখ্যতা রয়েছে বলেও তথ্য সূত্র বলছে। এজন্য বাবলা সাহা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। 
অন্য একটি ঘটনার সূত্র বলছে, আফসার শেখের ঘেরের মাছ ডাকাতির ঘটনায় আফসার শেখ আইনের আশ্রয় নিতে চাইলে তাকে জীবননাশের হুমকি প্রদান করে বাসের শিকদার। সর্বশেষ রুপসার আলাইপুর এলাকার মোঃ একেন আলীর পুত্র শফিউল্যা ঢাকায় সবজি সরবরাহ করে থাকেন, তার কাছে শতকরা ৩০% পার্সেন্ট চাঁদা দাবি করেন বাছের শিকদার বলে অভিযোগ জানান শফিউল্যার ছোট ভাই খাইরুল বাশার। এ বিষয়ে আদালতে লিখিত অভিযোগ করেছেন খাইরুল বাশার। 
বাসের শিকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে জানান। তিনি বলেন একটি মহল আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন পাঁয়তারা করছে। পুঁটিমারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবলা সাহা জানান, তিনি চোরাই স্যালো মেসিন উদ্ধার করেছেন। ক্রেতাকে তিনি খোঁজ করছেন। উপযুক্ত কাগজ পত্র প্রমান দিলে স্যালো মেসিনের মুল মালিককে ফেরত দেয়া হবে। এ ঘটনায় রুপসা থানার ওসি সরদার মোশারেফ হোসেন জানান, উল্লেখিত বিষয় গুলি থানায় এসে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট