পাইকগাছায় কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা আল-কারিম ট্রাষ্ট প্রধান মুফতি শাখিল
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ও হরিঢালী থেকে স্বল্প মুল্যে বাইসাইকেল, সেলাই মেশিন, ভ্যান, ইজিবাইক সহ বিভিন্ন পণ্য দেয়ার লোভ দেখিয়ে গরীব অসহায় মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে কথিত আল-কারিম ট্রাষ্টের প্রধান মুফতি শাখিল আহমেদ নামের এক প্রতারক। প্রতারক শাখিল উপজেলার তকিয়া গ্রামের ছেলে বলে জানাগেছে। গত ২৩ মার্চ মাহে রমজানের শুরুর দিন তার ব্যবহৃত ফোন নাং বন্ধের পর তার এ প্রতারণা প্রকাশ্যে আসে। প্রতারনার শিকার ভুক্তভোগী অসহায় মানুষের মাঝে এক প্রকার কান্নাকাটি পড়ে গেছে।
জানাগেছে, কাতার ও দুবাই ভিত্তিক ভুয়া ও কথিত ট্রাষ্টের নাম ভাঙ্গিয়ে এলাকায় যতসামান্য মুল্যে পণ্য বিতারণ শুরু করে প্রতারক মুফতি শাখিল আহমেদ। প্রত্যেক এলাকায় এ সব পণ্য বিতারণ ও সার্বিক তদারকির জন্য নিজস্ব প্রতিনিধি নিয়োগ করা হয়। যাদের মাধ্যমে বাইসাইকেল, সেলাই মেশিন, ইঞ্জিন চালিত নসিমন, মোটর চালিত ভ্যান, ইজিবাইক বিতারণ শুরু করে প্রতারক চক্র। তার এ সব এজেন্টরা পন্যের বিনিময়ে সেলাইমেশিন প্রতি ২৫'শ টাকা, বাইসাইকেল প্রতি ৩ হাজার, মোটরভ্যান প্রতি ১০ হাজার, ইঞ্জিন চালিত ভ্যান প্রতি ২০ হাজার ও ইজিবাইক প্রতি প্রথমে ২৫ হাজার পরে চাহিদা বেড়ে গেলে ৫০ হাজার টাকা নির্ধারণ করার পর সিরিয়াল অনুযায়ী প্রদানের আশ্বাস দেয় চক্র। এর আগে স্বল্প মুল্যে বিভিন্ন পণ্য বিতারণে চমক দেখায় তারা। এলাকার এজেন্টদের মাঝে একপর্যায়ে উৎসব বিরাজ করতে থাকে। তাদের উৎসাহ উদ্দিপনায় এলাকার মানুষ স্বল্প মুল্যের পণ্যের আশায় টাকা দিয়ে সিরিয়াল দিতে থাকেন। অল্পদিনে কোটি কোটি টাকা জমা পড়ে এজেন্টদের কাছে। কিন্তু এলাকার পরিচিত মুখ এ সব এজেন্টগন যে প্রতারক চক্রের সদস্য ও সুবিধাভোগী তা জানতেন না কেহ। এজেন্টদের দৃঢ়তা ও আশ্বাসের কাছে পরাভুত হয় এলাকার মানুষ। ভুক্তভোগীদের দাবি এজেন্টদের কাছেই তাদের আমানতের টাকা জমা রয়েছে। প্রতারক চক্র শাখিলকে সরিয়ে দিয়ে উক্ত টাকা আত্মসাত করতে পারে বলে ধারনা এলাকাবাসীর। থানা ওসি জিয়াউর রহমান জানান, এই বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
Link Copied