ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বারাকপুরের আনসার শেখ শিরোমনিতে খুন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১২:৪৯

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হলো সাবেক সেনা সদস্য মোঃ আনসার শেখ (৬০)। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মো. আনছার আলী খানজাহান আলী থানাধিন শিরোমণি পুর্ব পাড়া তার ভাড়া বাড়ীতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন। এ হত্যাকান্ডে অভিযোগের তীর গাজী পরিবারের দিকে।
নিহত আনসার শেখ বারাকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, বারাকপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা গাজী জাকির হোসেন হত্যা মামলার দুই নম্বর আসামী ছিলেন। গাজী জাকির হোসেন মারা যাওয়ার পর তিনি জীবন বাচাঁতে বারাকপুর নদীর ওপার থেকে চলে এসে শিরোমণি পুর্ব পাড়ায় একটি ভাড়া বাড়ীতে আত্মগোপনে থাকতেন। তাকে মারার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন প্রতিপক্ষের লোকজন। গতকাল ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পাশর্^বর্তি একটি পরিত্যাক্ত টিনসেড ঘরের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। এই ঘটনায় তার সাথে থাকা শিরোমণি পুর্বপাড়ার মৃত মোকছেদ খন্দকারের পুত্র জাহিদ খন্দকার (৪৫) আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে বলেছেন, শুক্রবার দিঘলিয়ার বারাকপুর গ্রামের মৃত ইকরাম শেখের পুত্র বারাকপুর বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক  মো. আনছার শেখ খানজাহান আলী শিরোমণি থানাধিন  পুর্ব পাড়ার বায়তুল মামুর জামে মসজিদের জুম্মার নামাজ পড়ে শিরোমণিস্থ  শেখ আইয়ুব আলীর ভাড়াবাসায় ফিরছিলেন। বেলা সোয়া ২টার দিকে তিনি মসজিদের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এ্যাপাসি (আরটিআর) লাল রংয়ের একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিন সন্ত্রাসী মো. আনছার শেখের দিকে এগিয়ে এসে তাকে লক্ষ করে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলি মো. আনছার শেখের বুকের বামপাশের বগলের নিচে গুলিবিদ্ধ হয়। জীবন বাচাঁতে আনছার শেখ দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার সাথে থাকা জাহিদ খন্দকার অজ্ঞাতনামা দুই সন্ত্রাসীকে জাপটে ধরলে দুষ্কৃতিকারীরা জাহিদ খন্দকারকে এলোপাতাড়ী  পিস্তলের বাট দিয়ে আঘাত করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ মোঃ আনছার শেখকে পাশর্^বর্তি খান জাহাঙ্গীর আলমের পরিত্যাক্ত টিনের ঘরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় পুলিশ জাহিদ খন্দকারকে আহত অবস্থায় উদ্ধার করে।  ঘটনাস্থল থেকে পুলিশ দুটি তাজা গুলি উদ্ধার করেছে। খবর পেয়ে ডেপুটি পুলিশ কমিশনার মোল্যা জাহাঙ্গীর হোসেন, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো .কামাল হোসেন খান, ঘটনা স্থান পরিদর্শন করেন। তাৎক্ষনিক ভাবে হত্যাকান্ডের কারণ পুলিশ জানাতে পারেনি। একটি সুত্রে জানাগেছে সন্ত্রাসীর গুলিতে নিহত মো. আনছার শেখ দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামীসহ তার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে বলে জানাগেছে। এ হত্যাকান্ডর রহস্য উদঘাটন করতে না পারলেও একাধীক সুত্রমতে, জাকির গাজী নিহত হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াতেন। অভিযোগের তীর রয়েছে গাজী পরিবারের দিকে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে শিরোমণি পুর্বপাড়ার শেখ আইযুব আলীর বাড়ী ভাড়া নিয়ে পরিবার নিয়ে আত্মগোপনে ছিলেন। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, শিরোমণি পুর্বপাড়ায় গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষনিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যাক্ত টিন সেডের ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোঃ আনছার শেখের মৃত দেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাদতন্তের জন্য প্রেরণ করা হয়। নিহত আনছার শেখের বুকে একটি গুলি লেগেছে, এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তিনি জানান ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ