ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:১৫

২৬ শে মার্চ রবিবার চুয়াডাঙ্গা দামুড়হুদায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চৌরাস্তার মোড়ে  ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়l এ সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সাংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরপর সকাল ৭ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে আট কবর শহীদ স্মৃতি বেধিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন,কুচকাওয়াজ, সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মুফতী মামুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়নশ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মঞ্জু তিনি বলেন বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে বলেই সকল ক্ষেত্রেই আমরা স্বাধীন, আমরা যদি স্বাধীনতা অর্জন করতে না পারতাম তাহলে আমি জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড এবং ওসি হতে পারতাম না।  ওই পাক হানাদার বাহিনী সবকিছুই নিয়ন্ত্রণ করতো। সুতরাং আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সজল কুমার দাস, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, দর্শনা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী সহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমাজসেবা অফিসার হারুনুর রশিদ, শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী প্রদান করা হয় ও জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জুর পক্ষ থেকে পাঁচজন অসুস্থ মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার প্রদানের ঘোষণা দেওয়া হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগী সাধারণ, বীর মুক্তিযোদ্ধা, এতিম ও অসহায় শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়, দুপুরে জোহরের নামাজের পরে  শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুর ২ঃ৩০ মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ ও সদর ইউপি একাদশ বনাম দামুড়হুদা বণিক সমিতি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত