ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৩-২০২৩ দুপুর ১:১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন, যাত্রী ও চালক।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে এ যানজট শুরু হয়। আজ বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ যানজট শেষ হয়নি। কখন শেষ হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (আইসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রতিবছর নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গঙ্গাস্নানে আসেন। সারাদেশ থেকে ৮-১০ লাখ মানুষ এ স্নানে অংশ নিতে আসেন। মঙ্গলবার রাতে সারাদেশ থেকে আগত মানুষ জড়ো হয়েছেন সেখানে। ফলে রাত আড়াইটার দিক থেকে মহাসড়ক পর্যন্ত মানুষের সমাগম বেড়ে গেছে। এতে যানজট শুরু হয়েছে। সেই যানজট কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর হয়ে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যানজটের পর থেকেই আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনো ফল আসছে না। ২০-৪০ মিনিট থেমে থাকার পর সামান্য একটু এগোয় গাড়িগুলো। আবার আটকে থাকতে হয়।

কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, যানজটের সূত্রপাত নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে কুমিল্লায় দিয়ে গেছে। যানজটের দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের মতো হলেও কুমিল্লায় যানজট আছে ১০ কিলোমিটার।

প্রসঙ্গত, কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপমোচন ও মনের আশা পূরণের জন্য স্নানোৎসবে অংশ নিতে সারাদেশ থেকে জড়ো হয়েছেন নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন এলাকায়। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে দু’দিন ব্যাপি স্নান উৎসবের দ্বিতীয় দিনে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ বছর মঙ্গলবার রাত ৯টা ১৭ মিনিটে তিথি শুরু হয়ে বুধবার রাত ১১টা ৫ মিনিটে স্নানের সময় শেষ হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ