ঢাকা শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কোম্পানীগঞ্জের চর এলাহী বাজারে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাঁই! কোটি টাকার ক্ষয়ক্ষতি


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৩১-৩-২০২৩ বিকাল ৬:১১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এর এলাহী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চর এলাহী বাজারে এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, চর এলাহী বাজারে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুদি দোকান, মোটরসাইকেল গ্যারেজ, ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজ, কসমেটিকস দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা।
 
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তিনি তার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।
 
চর এলাহী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল জানান, আগুন লাগার সাথে সাথে মাইকে ঘোষণা করা হয়। এতে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন। পরবর্তীতে সবার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। 
 
ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো কাউস নবীর মুদি দোকান, আবুল কাশেমের ক্রোকারিজ দোকান, নাছির উদ্দিন রিয়াজের হোন্ডা পার্টসের দোকান, আবদুর রশীদের খাবারের হোটেল, মিয়ার ধানের আড়ৎ, রেজাউল হকের মোবাইল ও কম্পিউটার দোকান, জাহিদুল ইসলামের ওয়ার্কশপ, রিয়াজের হোন্ডা পার্টসের দোকান, হৃদয়ের অটোরিকশা গ্যারেজ।
 
ছাত্রনেতা আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, চর এলাহী স্টিল ব্রীজের কাজের ধীরগতির কারনে ফায়ার সার্ভিসের ইউনিট চর আলগি হয়ে ঘুরে আসতে হয়েছে।  যার কারনে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। যদি এ ব্রীজ টি ঠিক থাকতো তাহলে ফায়ার সার্ভিসের গাড়ি সহজে দ্রুত চলে আসলে এতো বড় ক্ষতি হতো না। 
 
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 
খবর পাওয়ার পর তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
 
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উল আলম ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের টহল টিম প্রেরণ করা হয়। এসময় ইউএনও এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে সরকারের পক্ষ থেকে ব্যাবসায়ীদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০