ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

খুলনার লবনচরাতে যুবকের উপর হামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ৩:১৯

খুলনার লবনচরাতে চাঁদা না দেওয়ার জেরে যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭শে মার্চ) লবনচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে ভিকটিম যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় লবনচোরা থানা পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।   
অভিযোগ সূত্র বলছে, ভিকটিম মো. ইয়াসিন আরাফাতকে ২৭শে মার্চ (বুধবার) বিকাল চারটায় লবনচরা থানাধীন ইসলামপাড়া রোড এলাকায় হামলা চালায় দূর্বৃত্তরা। এ সময় তিনি মোটরবাইকযোগে তার পারিবারিকভাবে নির্মানাধীন নতুন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। মো. ইয়াসিন আরাফাত শ্রমিকদের পারিশ্রমিক ও বাড়ি নির্মানে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টের বিল বাবদ ৫৪ হাজার ৭০০ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় মো.ইয়াসিন আরাফাতের ওপর দূর্বৃত্তরা রড, লাঠি দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা অর্থ ছিনিয়ে নেয়। তার মুখের উপর ৭/৮ জন মিলে কিল, ঘুষি মারে। যার ফলে মুখের থুতনির চাড়া ও দাঁত ভেঙ্গে গেছে। এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে খুলনা সদর হাসপাতাল নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুখের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসা নিতে বলেন। নতুবা থুতনি ভাঙ্গার কারনে  ভবিষ্যতে কথা বলতে সমস্যা হবে বলে জানায় ডাক্তার। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত হন মো. ইয়াসিন আরাফাত। এই হামলার সময়ে মো.আউয়ালের পুত্র মো.বিকুল, মো.জাহাঙ্গীরের পুত্র রাজু, লিয়াকত আলীর ছেলে মাসুদসহ ১০/১২ জন উপস্থিত ছিলেন বলে ভিকটিম জানায়। 
অভিযোগ সূত্রে, ভিকটিম মো. ইয়াসিন আরাফাতের নিকট নুর আজিম গ্রুপের লোকেরা বিভিন্ন সময়ে মাসোয়ারা ও চাঁদা দাবি করেছেন। মাস দুই আগেও একবার হামলা করে চড়, কিল, ঘুষি মারেন এবং তাদের কথা মতো চলতে বলেন। তাদের কথামতো না চললে এলাকায় থাকতে পারবেন না বলে হুমকি দেওয়া হয় বলে ভিকটিম জানান।  
এলাকাসূত্র বলছে, হামলাকারীরা পূর্বেও  টুটপাড়া এলাকায় দিবালোকে এরুপ হামলা চালিয়ে পলাশ নামে একজন মাছ ব্যবসায়ীকে হত্যা করে। চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক ব্যবসার সাথে হামলাকারী গ্রুপটি জড়িত। তাদের নামে একাধিক মামলা রয়েছে। ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায় না। 
লবনচোরা থানার অফিসার ইনচার্জ বলেন, মো. ইয়াসিন আরাফাত আশিক গ্রুপের লোক। এলাকাবাসী মারধর করে ইয়াসিনকে তার পিতা নজরুলের কাছে তাকে দিয়েছে। এজন্য কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এ ঘটনায় থানায় কোন অভিযোগ জানাতে কেউ আসেনি। 

 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার