ফিল্মি স্টাইলে জায়গা দখলের চেষ্টা, হাতেনাতে আটক ৬

সাতকানিয়ার কাঞ্চনায় ফিল্মি স্টাইলে জায়গা দখলের চেষ্টা করে প্রতিপক্ষের কৌশলে পুলিশের কাছে হাতেনাতে আটক হয়েছে ৬ জন। এসময় সেখানে ৩ রাউন্ড গুলি ছোড়ারও ঘটনা ঘটে। তবে কোন পক্ষ গুলি ছুঁড়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
যদিও একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র (দেশীয় এলজি)উদ্ধার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজারের পূর্বে গোলার পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে আনোয়ারের বাড়িতে এই এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আটকরা হলেন— কাঞ্চনা ৬ নম্বর ওয়ার্ডের আলমগীরের ছেলে সাব্বির(১৯), আলী আহমদের ছেলে মিনহাজ (২১), আব্দুর রহমান, লিয়াকত শাহেদ (১৬), হারুনুর রশিদ (১৬), মো:আনোয়ার (২৮)।
জানা গেছে,মৃত মোনাফের ছেলে আনোয়ারের বাড়ির ছাদের সঙ্গে পার্শ্ববর্তী প্রতিপক্ষের ছাদ কেটে ভেতরে আরেকটি ছাদ লাগিয়ে নির্মাণ করতে আনোয়ার রাতের আঁধারে লোকজন একই এলাকার উপরোক্ত অভিযুক্তদের ডেকে আনে। তারা জোরপূর্বক ছাদ কাটার প্রস্তুতি নিলে পার্শবর্তী বাড়ির লোকেরা কৌশলে তারা ডাকাত ডাকাত বলে শোর চিৎকার করে লোকজন জড়ো করে৷
এসময় সেখানে তিন রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত, তদন্ত আবুল কালাম।
তারা জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।
তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জিডি করে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।
সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, আসলে অস্ত্রটা কাদের কারা এনেছিল এবং কি উদ্দেশ্য আনা হয়েছে তা জিডি মূলে তদন্তে করে বের করা হবে। তবে আটককৃতদের বিরুদ্ধে ভাংচুরের মামলা হবে, আটককৃতদের সবার বয়স বিশও একুশের ভেতর।
এ বিষয়ে ওসি আরাফাত বলেন, অস্ত্রটি যে অবস্থায় পাওয়া গেছে এবং যেখানেই পাওয়া গেছে তা সম্পূর্ণ পরিত্যক্ত তাই সেটার ধরণ নিয়ে আপাতত কিছু বলা যাচ্ছেনা। সেটা তদন্ত করে বের করা হবে তবে অস্ত্রটি আমাদের হেফাজতে আছে।
এমএসএম / এমএসএম

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
