ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ফিল্মি স্টাইলে জায়গা দখলের চেষ্টা, হাতেনাতে আটক ৬


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-৪-২০২৩ দুপুর ১২:১৬

সাতকানিয়ার কাঞ্চনায় ফিল্মি স্টাইলে জায়গা দখলের চেষ্টা করে প্রতিপক্ষের কৌশলে পুলিশের কাছে হাতেনাতে আটক হয়েছে ৬ জন। এসময় সেখানে ৩ রাউন্ড গুলি ছোড়ারও ঘটনা ঘটে। তবে কোন পক্ষ গুলি ছুঁড়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

যদিও একটি বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র (দেশীয় এলজি)উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজারের পূর্বে গোলার পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে আনোয়ারের বাড়িতে এই এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আটকরা হলেন— কাঞ্চনা ৬ নম্বর ওয়ার্ডের আলমগীরের ছেলে সাব্বির(১৯), আলী আহমদের ছেলে মিনহাজ (২১), আব্দুর রহমান, লিয়াকত শাহেদ (১৬), হারুনুর রশিদ (১৬), মো:আনোয়ার (২৮)।

জানা গেছে,মৃত মোনাফের ছেলে আনোয়ারের বাড়ির ছাদের সঙ্গে পার্শ্ববর্তী প্রতিপক্ষের ছাদ কেটে ভেতরে আরেকটি ছাদ লাগিয়ে নির্মাণ করতে আনোয়ার রাতের আঁধারে লোকজন একই এলাকার উপরোক্ত অভিযুক্তদের ডেকে আনে। তারা জোরপূর্বক ছাদ কাটার প্রস্তুতি নিলে পার্শবর্তী বাড়ির লোকেরা কৌশলে তারা ডাকাত ডাকাত বলে শোর চিৎকার করে লোকজন জড়ো করে৷
এসময় সেখানে তিন রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত, তদন্ত আবুল কালাম।

তারা জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।

তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জিডি করে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।

সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, আসলে অস্ত্রটা কাদের কারা এনেছিল এবং কি উদ্দেশ্য আনা হয়েছে তা জিডি মূলে তদন্তে করে বের করা হবে। তবে আটককৃতদের বিরুদ্ধে ভাংচুরের মামলা হবে, আটককৃতদের সবার বয়স বিশও একুশের ভেতর।

এ বিষয়ে ওসি আরাফাত বলেন, অস্ত্রটি যে অবস্থায় পাওয়া গেছে এবং যেখানেই পাওয়া গেছে তা সম্পূর্ণ পরিত্যক্ত তাই সেটার ধরণ নিয়ে আপাতত কিছু বলা যাচ্ছেনা। সেটা তদন্ত করে বের করা হবে তবে অস্ত্রটি আমাদের হেফাজতে আছে।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা