ফুলছড়ি চরাঞ্চলের বদলে যাওয়া অর্থনীতি
চর দখল নিয়ে সেই লড়াই সংগ্রাম এখন আর নেই, ব্রহ্মপুত্রের খরস্রতা নদের সঙ্গে মিলেছে চরবাসীর নিবিড় মিলবন্ধন। জেগে ওঠা নতুন নতুন চর চোষে স্থানীয়রা পাল্টে নিয়েছে জীবন জীবিকা বদলে গেছে তাদের অর্থনৈতিক অবস্থা। ভোরের আর মরা ভেঙে গেছে ততক্ষণে বর্ষা এলে নদী যেন ফিরে পায় কাদা জল আর পলির মিশেলে তার আপন যৌবন। নদীর দুই পায়ের মানুষের সাথে জড়িয়ে থাকে সিকষ্টি পস্তির দীর্ঘ ইতিহাস এরমধ্যে ঘোলা জলের বহমান স্রোত কেটে জীবিকা সন্ধানীদের নিয়ে একে একে নৌকা ভেরে ফুলছড়ির ঘাটে। নেমে আসে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক ও চাষী।
বয়সের ভারে নয়ে পড়া চর কাবিলপুর গ্রামের শলুকজন বেগম (৭৩) চর কাবিলপুর এর এই বৃদ্ধা দাও টিকে থাকার লড়াইয়ে রোজ শামিল হন ফুলছড়ির হাটে। ব্রহ্মপুত্র নদের ওপারেই বিস্তীর্ণ চরাঞ্চল একসময়ের বালুময় প্রান্তর কৃষকের চাষাবাদে হয়েছে উর্বর। হাড়ভাঙ্গা পরিশ্রম করা মানুষগুলো জেনে গেছে তার ঘামের মূল্য। আর এই কৃষি অর্থনীতি বদলে দিয়েছে ফুলছড়ির চরাঞ্চলের মানুষের ভাগ্য। এরেন্ডাবাড়ি, ফুলছড়ি, গজারিয়া, উড়িয়া, কঞ্চিপাড়া, ফজলুপুর ও উদাখালী ইউনিয়নের প্রায় গ্রামের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, ভুট্টা, মরিচ, তিল,কাউন, চিনা ও গম স্থানীয় ফরিয়া বা পাইকার দের মাধ্যমে বিক্রি করেন। কৃষকের সেই পণ্যগুলো কখনো নিজে আবার কখনো পাইকার ফরিয়ারা কিনে নৌকায় করে ফিরতে থাকেন ফুলছড়ি হাটে নদের জলে ধুয়ে নেয়া শাকসবজি গুলো যেন পায় আরো সতেজতা।

কথা হয় তেল কুপির চরের কৃষক বাসার মিয়ার সাথে। আমাদের চর এলাকায় উৎপাদন বেশি হয় আমি প্রতিবছরই শাকসবজি চাষ করি এবং ফুলছড়ির হাটে নিয়ে নিজ হাতে বিক্রিও করি, আমাদের গাইবান্ধা জেলার মোট চাহিদার প্রায় অধিকাংশ শাক-সবজি চর এলাকায় উৎপাদন হয়। আবার চরাঞ্চলে উৎপাদিত শাক-সবজিসহ অন্য অন্য পণ্য জেলার বাহিরেও যায়।
ফজলুপুর চরাঞ্চলের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আমি মূলত তরকারি ও মুরগির ব্যবসা করি ৪০ বসর থেকে এই ব্যবসা করেইআমার পরিবার চলে।গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নেই বেসি কৃষি পন্যের উতপাদন হয়। আমি ৮-১০ বসর হলো ভুট্টা আবাদ করি অন্য বছরগুলোতে আমি দুই থেকে তিন লক্ষ টাকার ভুট্টা বিক্রি করেছি।গত বছর আমার ১৪ থেকে ১৫ লক্ষ টাকা এসেছে এবার আশা করছি৩০-৩৫ লক্ষ টাকা ভুট্টা বেচা কিনা করব।

আমরা এত ভুট্টা উৎপাদন করি যে আমাদের জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার পাইকাররাও আমাদের এখান থেকে ভুট্টা কিনে নিয়ে যায়। নদের ওপারেই ফুল চুরি ইউনিয়ন কৃষকের আঙ্গুলে সযত্নে বুনে আসা বিজ দানা গুলো এখন পরিপূর্ণ গাছ হয়ে দাঁড়িয়েছে কলি থেকে ফুটেছে ফুলে ফুলে পুরো চরাঞ্চল ছেয়ে গেছে ফুল আর ফসলে এখন নিরাণীর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সম্প্রতি ভুট্টা মরিচের দাম ভালো পাওয়ায় তৈরি হয়েছে নতুন স্বপ্ন।
এরেন্ডাবাড়ি ইউনিয়নের পিচ ঢালা রাস্তার পাশে রাজ্যের ক্রান্তি নিয়ে বসে থাকা বৃদ্ধ রহিম খাঁ ছোটবেলায় চর নিয়ে ঝগড়া ফ্যাসাদ নদী ভাঙ্গন দেখে বড় হওয়া এই রহিম খার কাছে এই পৃথিবী বড্ড অচেনা। তবে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার এমন উন্নয়নে রীতিমতো অবাক তিনি কখনো ভাবেননি চরে হবে পাকা সড়ক আবার সেই সড়ক ধরে চরাঞ্চলের উৎপাদিত পণ্য যাবে বিভিন্ন শহর বন্দরে ।

নদী বেষ্টিত গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা প্রকৃতি নানা রকম গাছপালায় সমৃদ্ধ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত। এ জেলা নদী-খাল-বিল, বিভিন্ন রকমের গাছ ও বিভিন্ন মৌসুমি ফসলের শোভায় সুসজ্জিত। নদী অববাহিকায় জেগে ওঠা চর কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এর ফলে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান ক্রমেই উন্নতি হবে। চরে থাকবে না কোন অভাবি মানুষ । দুর্গম একটি চরের আদ্যপান্ত যে চর ফুলছড়ি উপজেলার চরাঞ্চল তথা বাংলাদেশের কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনার ক্ষেত্র হতে পারে ।এভাবেই কৃষিকে পুঁজি করে চরবাসীর অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে পাল্টে যাচ্ছে একসময়ের চর দখলের লড়াই সংগ্রামের গ্রামগুলো।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক