ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

একাধিক মামলার আসামী আবুল কালামের তান্ডব


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ৩:৪৭

 খাগড়াছড়ি জেলার গুইমারার বড়পিলাকে প্রবাসীর পরিবারদের ভূমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রায় দেড় মাস ধরে পানি ও বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত রেখেছে প্রভাবশালী প্রতিবেশী আবুল কালাম। এছাড়া হত্যাচেষ্টা, ভূমি জবর দখল ও চুরিসহ একাধিক মামলার আসামী আবুল কালাম। ফলে পবিত্র রমজান মাসেও শতবর্ষী বৃদ্ধসহ চরম মানবেতর জীবন যাপন করছে অসহায় এই পরিবার গুলো।

সরজমিনে গিয়ে দেখা যায়, লুৎফা বেগম, নাজিম উদ্দিন এবং জুহর আলী প্রবাসী এই ৩ পরিবারের সাথে কথিত আবুল কালাম ভূমির মালিকানা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে কথিত এ আবুল কালাম প্রায় দেড় মাস পূর্বে প্রবাসী পরিবারের পানির সাবমারসিবল পাম্পের পাইভ এবং বিদ্যুত সার্ভিসের লাইন কেটে দেয়। বার বার চেষ্টা করেও তাঁরা পানির পাইভ এবং বিদ্যুত সংযোগ দিতে পারছেন না।

ভূক্তভুগী প্রবাসী পরিবার লুৎফা বেগম জানান, ৩টি পরিবারের ১৫জন সদস্য,তাঁর মধ্যে আমার শতবর্ষী শশুর রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি বিছানায় প্রসাব পায়খানা করে। পানির অভাবে আমার শশুরকে সঠিক সময়ে পরিস্কার করতে পারছি না। পবিত্র রমজান মাসেও আমরা চরম মানবেতর জীবন-যাপন করছি। এ বিষয়ে মাটিরাঙ্গা আবাসিক প্রকৌশলী (বিদ্যৎ)'র নিকট অভিযোগ করি এবং গুইমারা থানায় বারবার অভিযোগ করি, কিন্তু কোনো ফল আসেনি। ক্ষমতার দাপটে সে পার পেয়ে যাচ্ছে। আমরা এর সুবিচার চাই। 

এলাকার প্রবীণ শতবর্ষী মুরুব্বি আব্দুল হাই মুন্সি বলেন, প্রায় ৩০বছর যাবত লুৎফা বেগম ও নাজিম উদ্দিনরা এই জায়গায় বসবাস করছে। তাঁদের সাথে প্রতিবেশীর এমন ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এর কঠিন বিচার হওয়া উচিত। 

এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সে অত্যান্ত ধূর্ত প্রকৃতির লোক। বিতর্কিত ভূমির বিরোধ নিস্পত্তির জন্য এলাকাবাসীসহ অনেকবার চেষ্টা করেছি। এছাড়াও পানি এবং বিদ্যুতের বিষয়ে বার বার বলার পরও সে আমাদের কথা শুনছে না। 

অভিযোগের বিষয়ে আবুল কালামের কাছে জানতে চাইলে, তিনি তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করলেও তার কথা বার্তায় পানিও বিদ্যুৎতের লাইন তার ইঙ্গিতে কেটেছে বলে ধারনা পাওয়া গেছে। 

এই বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক হলেও জামিনে বের হয়ে সে আবার অপরাধ করছে।  খুব দ্রুত পানি ও বিদ্যুৎ বিহীন পরিবারে সংযোগ দেওয়ার ব্যাবস্থা গ্রহন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিব।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা