ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

দ্বীপশিখার উদ্যোগে 'নবীনবরণ, কৃতী সংবর্ধনা ও ইফতার মাহফিল


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৯-৪-২০২৩ বিকাল ৫:৪৬
ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন " দ্বীপশিখা" কতৃক আয়োজিত 'নবীনবরণ, কৃতী সংবর্ধনা ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে ।গতকাল ৮ এপ্রিল (২০২৩) শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের ফার্মেসী লেকচার থিয়েটারে বর্তমান কমিটির সভাপতি মোঃ শওকত আলমের সভাপতিত্বে এবং অভিনেতা মাসউদ আহমেদের সঞ্চালনায় এই মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার রত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আ.ম.ম নাসির উদ্দীন। নবীনবরণ ও ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরি জীবনে যারা পদার্পণ করেছেন তাদেরও সরব উপস্থিতি ছিল। শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও সংগঠনের সার্বিক স্বতঃস্ফূর্ত পরিচালনার জন্য সম্মানিত অতিথিগণের জ্ঞানগর্ভ আলোচনা দ্বীপশিখার অগ্রযাত্রার দিশারী হবে এই প্রত্যাশা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, অনুষ্ঠানের প্রধান অতিথি আ.ম.ম নাসির উদ্দীন বলেন, কুতুবদিয়ার এত শিক্ষার্থী এত চ্যালেঞ্জ মোকাবেলার করে ঢাবিসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে, এই বিষয়টা আনন্দের। স্বপ্নবাজ মেধাবীদের বিশ্ববিদ্যালয় জীবনে ভালো করার জন্য বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন এবং সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব খোরশেদ আলম চৌধুরী বলেন, কুতুবদিয়ার শিক্ষার্থীরা বরাবরই প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে। তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ যার জন্য একটি মুহূর্ত অপব্যয় না করে এখন হতে দৃঢ়চিত্তে চেষ্টায় লেগে যেতে হবে এবং তবেই স্বপ্নজয় সম্ভব। এসময় বাংলাদেশ কাস্টমস এর সহকারী কমিশনার আবুল কাশেম শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্ট'র নির্বাহী পরিচালক, রেজাউল করিম চৌধুরী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট'র আইনজীবী এডভোকেট আলমগীর কবির,বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক (সেবা) (সিনিয়র সহকারী সচিব),শফিকুর রিদোয়ান আরমান শাকিল,এমিনেন্স কলেজ'র শিক্ষক(ইংরেজি) মশিউর রহমান প্রমূখ। কৃতী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)এর পরীক্ষক এজাম উদ্দিন (রসায়ন পরীক্ষণ উইং),বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপদ )সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সাদ্দাম হোছাইন,ইস্টার্ন  রিফাইনারি লিমিটেড'র লিগ্যাল & এস্টেট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে স্ব স্ব বিভাগের ফলাফলের ভিত্তিতে দুজনকে মেধাবৃত্তি প্রদান করা হয় । বৃত্তিপ্রাপ্তরা হলেন, এজাম উদ্দিন ( স্নাতকোত্তর) এবং শওকত আলম (স্নাতক)।
 
দ্বীপশিখার বর্তমান কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শওকত আলম, সমুদ্র বিজ্ঞান, ঢাবি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইমুল হুদা সিদ্দিকী, পরিসংখ্যান, ঢাবি দায়িত্ব পালন করছেন। অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানে বক্তারা দ্বীপশিখার উত্তরোত্তর সাফল্য কামনা করে এই সংগঠনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা