ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৩ রাত ১২:৩৫

চুয়াডাঙ্গায় দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে চারটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিঙ্কু চারটি পদে মোটা অংকের টাকার রফা করেছেন মর্মে এলাকার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চক্রটি ৪৪ লাখ টাকার বিনিময়ে সাজানো পরীক্ষা দেখিয়ে চারটি পদে লোক নিয়োগের পাঁয়তারা করছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ টায় ভিক্টোরিয়া জুবিলি ( ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার নামে সাজানো নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়োগ বাণিজ্য বন্ধ করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ভুক্তভোগী মহলের এমনটাই প্রত্যাশা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু যোগসাজশ করে সম্প্রতি চারটি প্রার্থীর সাথে গোপনে ৪৪ লাখ টাকার সমঝোতা করেন। টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ পেতে চারজনের নাম ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ভুক্ত ভোগীরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জোর দাবি তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেছেন প্রধান শিক্ষক পদে বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলীর কাছে ৫ লক্ষ টাকা সহকারি প্রধান শিক্ষক পদে গোবিন্দহুদা গ্রামের মৃত খোকা মল্লিকের ছেলে অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন(৪২) কাছে ১০ লক্ষ টাকা, অফিস সহকারী কাম- হিসাব সহকারী পদে নাপিতখালী গ্রামের আনসার আলীর ছেলে ফিরোজ আহমেদ(২৩) কাছে ১৬ লক্ষ টাকা, পরিছন্নতা কর্মী পদে গোবিন্দহুদা গ্রামের মৃত মনোহর বিশ্বাসের ছেলে সোহেল(২৮) কাছে ১৩ লক্ষ টাকা গ্রহণ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর চারটি পদে অন্তত ১৮ জনের আবেদনপত্র জমা পড়ে। যার মধ্যে প্রধান শিক্ষক পদে ১ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ৩ জন, অফিস সহকারী কাম- হিসাব সহকারী পদে ৭ জন, পরিছন্নতা কর্মী পদে ৭ জনের দরখাস্ত জমা পড়ে। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন এর মন্তব্য জানতে চাইলে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলোও তিনাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে চিৎলা গোবিন্দ হুদা ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন ওয়ার্ডের একাধিক ব্যক্তি এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি  এ নিয়োগ বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য।

আবেদনকারী ১৮ জনকে বিদ্যালয়ের অফিস সহকারী জনির সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে এসে প্রবেশপত্র নিয়ে যেতে বলেন।  এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া গেলে সন্তোষজনক তথ্য দিতে অস্বীকৃতি জানান। এবং এ ব্যাপারে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে  পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা

গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খালিয়াজুরীতে দুই ট্রলারে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি, হামলায় আহত ৩

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী