প্রশাসনের সহযোগিতায় সুন্দরবনের অভয়ারন্যে প্রভাবশালীদের মাছ শিকার

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবন বিভাগের অভয়ারন্য এলাকায় নিয়মিত মাছ শিকার করা হচ্ছে। বনের সুপতি,কটকা,কচিখালী,শ্যালা,কোকিলমুনি,হরিণটানা অফিস এলাকার বিভিন্ন নদী-খালের চর ও মোহনায় জাল পেতে মাছ ধরছে জেলে নামধারী প্রভাবশালীরা । জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মৎস্য প্রজণণ ক্ষেত্রে মাছ ধরার সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট অফিসের বনরক্ষিদের বিরুদ্ধে। সংরক্ষিত বনাঞ্চলে নিয়মিত মাছ ধরার ফলে হুমকির মুখে রয়েছে মৎস্য সম্পদ সহ সুন্দরবনের জীববৈচিত্র।
সুন্দরবন অঞ্চল সহ-ব্যাবস্থাপনা নেটওর্য়াকের সভাপতি আসাদুজ্জামান মিলন জানান, সরকার মৎস্য সম্পদ বৃদ্ধিসহ জীববৈচিত্র সংরক্ষনের জন্য সর্বশেষ ২০২০ সালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রায় ৯০ ভাগ এলাকা অভয়ারন্য ঘোষনা করেন। যেখানে জাল,নৌকা,ট্রলারসহ সাধারনের প্রবেশ নিষিদ্ধ । কিন্ত পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কতিপয় কর্মকর্তা-কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে মৎস্য প্রজণণ ক্ষেত্র সমুহে শতাধিক নৌকা, অর্ধশত ট্রলার সহ তিন শতাধিক জেলেকে মাছ ধরার সুযোগ করে দিচ্ছে। প্রভাবশালী জেলেরা বাগেরহাটের শরণখোলা এবং পিরোজপুরের পাথরঘাটার বাসিন্দা।
বাগেরহাট সদর ও শরণখোলা উপজেলার বনজীবিরা গোপন ভিডিও ও অডিও বক্তব্যে জানান, বনেরআড়াইবেকি,ডোড়া,আড়কোদালিয়া,পাতারখাল,পাছাভাঙ্গা,বড়কটকা,সিডাকটকা,বেহি,টিয়ারচর কোকিলমুনি, ছাপড়াখালী,কালামেয়াসহ বিভিন্ন অভয়ারন্য এলাকায় বড়শি,কোরালজাল, চরগড়া,ঢ্যাংজাল ব্যাবহার করে অভয়ারন্য এলাকায় মাছ শিকার করছেন। খরচিজাল জেলেদের কাছ থেকে সুপতি ষ্টেশনের বনরক্ষিরা নিচ্ছেন গোনপ্রতি(১০দিন) ৩৫ হাজার টাকা, বড়শির ছোট নৌকায় প্রতি সপ্তাহে দিতে হচ্ছে পাচশ টাকা। সুপতির বনরক্ষিদের বিরুদ্ধে পার্শবর্তী চরদুয়ানী এলাকার জেলেদের পারর্মীট না দিয়ে অবৈধভাবে বনে ঢুকিয়ে মাছ শিকার করার অভিযোগ উঠেছে। সুপতি ও কটকা অফিসের সামনে থেকে ইঞ্জিন চালিত বোট চলাচল করতে মাছ ব্যাবসায়ীদের কাছ সপ্তাহে নিচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা ।এছাড়া বাঁধা,খরচিজাল ও কোরালজালের মহাজনপ্রতি কটকাও কচিখালী ফরেষ্ট অফিস প্রতি গোনে নিচ্ছেন ৫০/৬০ হাজার টাকা । জানতে চাইলে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, শরণখোলায় তিনি সদ্য যোগদান করেছেন। অভয়ারন্য এলাকায় মাছ শিকারের বিষয়টি তার কাছে এখনও ষ্পষ্ট নয়। তবে কয়েক দিন আগে এ বিষয় পত্রিকায় একটি নিউজ প্রাশিত হয়েছে। অভয়ারন্য এলাকায় মাছ ধরা কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। মাছ ধরার ক্ষেত্রে বনরক্ষিরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
