নদী নাকি চিরযৌবনা, সেই ভাগ্যের শিকে ছিঁড়েছে ব্রহ্মপুত্রের

ছোট-বড় ১০টি নদ-নদী নিয়ে গাইবান্ধা জেলা। এই জেলায় রয়েছে ঘাঘট,আলাই, জিঞ্জিরাম,বাঙ্গালী,মানস, গজারিয়া,আখীরা,নলেয়া,ব্রক্ষ্মপুত্র, তিসত্মাসহ ছোট-বড় ১০ নদ-নদী। কিন্তু এই বিশাল জলরাশি এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে।বিস্তীর্ণ এলাকাজুড়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ-নদী পানিশূন্য হয়ে পড়ায় মানুষ হেঁটেই চলাচল করছে। যেদিকে তাকানো যায়, শুধু বালু আর বালু। গেল বছর বন্যা না হওয়ায় এবারের শুষ্ক মৌসুমে আগাম পানির স্তর নিচে নেমে গেছে। ফলে কৃষিসহ জীববৈচিত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন চার মাস নদীগুলোতে পানি থাকে। বছরের বাকি আট মাসের মধ্যে কার্তিক ও অগ্রহায়ণ দু’মাস পানি মাঝামাঝি এসে দাঁড়ায়। কিন্তু পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই ছয় মাস পানি হাঁটু পরিমাণে নেমে আসে।বালাশি নৌ-বন্দরের মাঝি রহিম, কেরামত আলীসহ অনেকেই জানান, ব্রহ্মপুত্র ভরাট হওয়ার কারণে নৌ-চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি কম থাকায় নৌকা ঘুরে যেতে তেল ও সময় দুটোই বেশি লাগে। এতে করে মাঝিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফুলছড়ি উপজেলার চর কবিলপুর গ্রামের ষাটোর্ধ কৃষক আব্দুল খালেক বলেন হামরা নদীপাড়ের মানুষ। সুখ-দুক্কের হিসাব করার সময় নাই। খরা,বান-সাঁতোয়ার সাথে হামার বসবাস। এ ব্রক্ষ্মপুত্র নদী হামাক কোনো সময় কান্দায়, ফির হাসায়। এবার চরোত ভালোয় আবাদ হইছে। যদিও পানির অভাবে খরচাপাতি বেশি নাগচে। কিন্তু যেপাকে দেকবেন খালি সবুজ ক্ষ্যাত চোকোত পড়বে। এ্যালা এই ফসল হাটোত তুলি ভালো দামে ব্যাচা পাইলেই হয়।
ব্রক্ষ্মপুত্র -বেষ্টিত ফুলছড়ি উপজেলার উড়িয়া,ফজলুপুর,এরেন্ডাবাড়ী ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চল ঘুরলে আব্দুর রহিমের মতো এমন অসংখ্য মানুষের খোঁজ মিলবে। যাদের বেশির ভাগই এখন ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে করে যাচ্ছেন ফসলের সংগ্রাম, সবুজের সংগ্রাম। কিন্তু এ সংগ্রামেও নেই স্বস্তি, নেই সুখ। কারণ, ব্রক্ষ্মপুত্র নদীতে পানি না থাকায় প্রতি বছর লোকসানের মুখে পড়ছে অত্র অঞ্চলের কৃষি ও কৃষকরা। সেচ খরচ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত চাষাবাদ। বছরের পর বছর কাঙ্ক্ষিত ব্রক্ষ্মপুত্র বুকে ধু ধু বালুচরের বিস্তৃতি বাড়ায় মরুভূমির পথে হাঁটছে ব্রক্ষ্মপুত্র নদীর পাড়ের মানুষের।
বিশেষ করে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া,গজাড়িয়া,এরেন্ডাবাড়ী, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী দীর্ঘ সময়েও ড্রেজিং এবং খনন করা হয়নি। সে কারণে ব্রক্ষ্মপুত্র ভরাট হয়ে এখন আবাদী জমিতে পরিনত হয়েছে। ব্রক্ষ্মপুত্র তার গতিপথ পরিবর্তন করে অসংখ্য শাখা নদীতে রুপ নিয়েছে। বছরে মাত্র ৬ মাস মূল নদীতে নৌকা চলাচল করে। গোটা বছর পায়ে হেঁটে পারাপার করতে হয় চরবাসিকে। একই অবস্থা সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোতে।
এক সময় তিস্তামুখ ঘাট ও বালাশি ঘাট হতে পীরগাছা, কাউনিয়া, উলিপুর, কুড়িগ্রাম, কাশিমবাজার, চিলমারি, রৌমারি, মোল্লার চর, ভূরুঙ্গামারি, দেওয়ানগঞ্জ, কামারজানি, গাইবান্ধা, সাঘাটা, জামালপুর, নারায়নগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ রুটে নৌ-চলাচল করত। বর্তমানে নাব্যতা সংকটে সবরুটে নৌ-চলাচল বন্ধ হয়ে গেছে। তিস্তায় ব্রক্ষ্মপুত্র হাজারও নৌ-শ্রমিক ও জেলে সম্প্রদায় নৌকা চালিয়ে এবং মাছ ধরে সংসার চালাত। সেই সব জেলে ও নৌ-শ্রমিকরা এখন বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে বাপ দাদার পেশা পরিবর্তন করে অন্য পেশা জড়িয়ে পড়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী হাফিজুল হক জানান, তিস্তা নদীর কাতলামাড়ী পয়েন্টে নদী ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগ ফেলা প্রকল্প চলমান রয়েছে। এছাড়া নদী সংরক্ষনের জন্য প্রকল্প বরাদ্দে অপেক্ষায় রয়েছে। নাব্যতা সংকট দুরীকরণে নদী খনন ও ড্রেজিং এর জন্য একাধিকবার আবেদন পাঠানো হয়েছে। এটি উপর মহলের সিদ্ধানের ব্যাপার।
স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসন রিপন এমপি বলেন , ব্রক্ষ্মপুত্র কড়াল গ্রাস হতে ফুলছড়ি ও সাঘাটা বাসিকে রক্ষা করার জন্য জাতীয় সংসদে বক্তব্য দিয়েছি। নদী ভাঙন রক্ষায় জিও ব্যাগ, জিও টিউব ফেলার কাজ চলমান রয়েছে। নদী সংরক্ষণে প্রকল্প সরকারে অনুমোদনের অপেক্ষয় রয়েছে । বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু করা হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
