ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় জাতীয় গ্রীড লাইনের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পরীক্ষামূলক উদ্বোধন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-৪-২০২৩ রাত ১০:২

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের  পরীক্ষামূলক উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাড়ে বারটার দিকে কুতুবদিয়া বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের সুইচ টিপে প্রাথমিকভাবে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, কুতুবদিয়া দ্বীপের সৃষ্টিলগ্ন থেকে এখানে কোন বিদ্যুৎ সুবিধা ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ধারাবাহিকভাবে পরপর তিনবার যে রাষ্ট্র পরিচালনা করছেন সেখানে তাঁর একটি উদ্যোগ ছিল "শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ"। তারই অংশ হিসেবে হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। আজকে কুতুবদিয়া দ্বীপের মানুষ বিদ্যুতের আলোকে আলোকিত হচ্ছে। সারাদেশের মানুষ যেভাবে জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ পায়, কুতুবদিয়ার মানুষও সেই একইভাবে বিদ্যুৎ সুবিধা পাবে। 

ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রটি আনুষ্টানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক ওমর ফারুক, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, সহকারী কমিশনার (ভুমি) জর্জমিত্র চাকমা, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ফারুক আহমদ, হারুনুর রশীদ, আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জানা যায়, দেশব্যাপী শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‌‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে রিভার ক্রসিং টাওয়ার এর মাধ্যমে ৩৩ কেভি (কিলোভোল্ট) ওভারহেড লাইন এবং কুতুবদিয়া চ্যানেলের তলদেশে ডাবল সার্কিট সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিড লাইনের সাথে সংযুক্ত করা হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে স্বাভাবিক লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কোন সুযোগ না থাকায় সাবমেরিন কেবল ব্যবহার করা হয়েছে। 

কুতুবদিয়া দ্বীপে প্রায় দেড় লাখ মানুষের বাস। এখানে এতদিন দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদরসহ কিছু এলাকায় সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল পিডিবি। সূত্র জানায়, নতুন মিটারের আবেদন চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগের প্রায় দেড় হাজার গ্রাহক জাতীয় গ্রিড লাইনের বিদ্যুৎ সুবিধা পাবেন। কোরবানির ঈদের আগে দশ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সবাই পাবে এই সুবিধা। 

এদিকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পেয়ে মহাখুশি দ্বীপের মানুষ। তাদের চোখে মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার হাসি। তারা মনে করছেন এটি আওয়ামী লীগ সরকারের আরও একটি সাফল্য। তাদের এতদিনের লালিত স্বপ্ন এখন বাস্তব। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ