ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সম্পর্কের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় স্বর্ণ ব্যবসায়ীর অপমানে আত্মহত্যা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ৩:৫৬
সাতকানিয়া স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গেলে স্ত্রীর সাথে থাকা শারীরিক সম্পর্কের ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ  ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে পঙ্কজ চক্রবর্তী (৩৮) নামে এক  স্বর্ণ ব্যবসায়ী অপমানে  আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ রামপুর (বণিক পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পঙ্কজ উল্লিখিত এলাকার মৃত বণমালী চক্রবর্তীর ছেলে। এ ঘটনায় আত্মহত্যাকারীর বড় ভাই পলাশ চক্রবর্তীর বাদী হয়ে আজ (বৃহস্পতিবার) সকালে সাতকানিয়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।  এ মামলায় দক্ষিণ রামপুর বণিক পাড়ার মৃত বৃন্দাবন ধর প্রকাশ টেইক্কা খানের ছেলে সাগর ধর (৪০) ও তার স্ত্রী জোনাকি ধর (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার  এক নং ওয়ার্ডের দক্ষিণ রামপুর বণিক পাড়ার বিদেশ যাওয়ার সময় পঙ্কজ চক্রবর্তী তার প্রতিবেশী সাগর ধরকে  সাড়ে তিন লাখ টাকা ধার দিয়েছিল। সে- সুবাদে সাগরের স্ত্রী জোনাকির সাথে পঙ্কজের সুসম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ক প্রথমে পরকিয়া পরে শারীরিক সম্পর্কের রূপ নেয়। যা এলাকায় জনশ্রুতি রয়েছে। বিষয়টি নিয়ে পঙ্কজ এর স্ত্রীর মধ্যে  প্রায় সময় ঝগড়া- বিবাদ হত। মাস খানেক আগে সাগর বিদেশ থেকে দেশে আসলে পঙ্কজ তার পাওনা টাকা খুঁজে। সাগর পাওনা  টাকা দিতে অস্বীকৃতি জানালে তা সালিশি বৈঠক পর্যন্ত গড়ায়। এর মধ্যে সাগরের স্ত্রী  জোনাকি ও পঙ্কজ এর মধ্যে হওয়া শারীরিক সম্পর্কের ধারণকৃত ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। ঘটনার দিন বুধবার রাতে পঙ্কজ সাগরের ঘরে গিয়ে  আবারও টাকা খুঁজলে সাগরের স্ত্রী  জোনাকির নিকট থাকা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে পঙ্কজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ ঘরে চলে আসে। পরে বিষয়টি নিয়ে পঙ্কজ ও তার স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া-বিবাদ হয়। পরে সবার অজান্তে ঘরের দোতলায় গিয়ে পঙ্কজ আত্মহত্যা করে। 
 
এ ব্যাপারে পঙ্কজের আপন ভাগিনা বাপ্পু চক্রবর্তী বলেন, আমার মামার পাওনা টাকা না দেয়ার জন্য সাগর ও তার শ্রী জোনাকি পরিকল্পিতভাবে খুবই ঠান্ডা মাথায় আমার মামাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি এ হত্যায় জড়িতদের জিজ্ঞাসাবাদ সাপেক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন, ঘটনার পরপর মামার ঘরে গিয়ে দেখি, মামা ঝুলন্ত অবস্থায় ছিল না, মাটিতেই তার লাশ পড়ে  ছিল। এ সময় ঘটনাস্থলে সাগর ছাড়া আর কেউ ছিল না। 
 
স্থানীয় সাতকানিয়া পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির বলেন,  পাওনা টাকার বিষয়টি নিয়ে বিগত এক সপ্তাহ আগে তাদের মধ্যে সৃষ্টি হওয়া ঝগড়া নিয়ে বৈঠক করেছি। সেখানে বিষয়টি সমাধান হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছি। কিন্তু সাগরের স্ত্রীর সাথে হওয়া শারীরিক সম্পর্কের বিষয়টির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে পঙ্কজ আত্মহত্যা করে বলে খোঁজ নিয়ে জেনেছি।  
 
কাউন্সিলর আরও বলেন, ঘটনার দিন বুধবার রাতে পংকজ ও সাগর এবং তাদের স্ত্রীরা মিলে সাগরের ঘরে একসাথে মদপান করে। মদ্যপ অবস্থার এক পর্যায়ে পংকজের স্ত্রী পংকজের সাথে সাগরের স্ত্রী জোনাকীর পরকীয়া সম্পর্কের কথা ফাঁস করে দেয়। একথা শুনে সাগর তার স্ত্রীকে মারধর করে। এদিকে, জোনাকীকে মারধরের বিষয়টি সহ্য করতে না পেরে পঙ্কজ আত্মহত্যার পথ বেছে নেয়। পরে রাত দুইটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, এ ঘটনায়  আত্মহত্যাকারীর বড় ভাই পলাশ চক্রবর্তী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। এতে গ্রেপ্তারকৃত স্বামী ও স্ত্রীকে আসামি করা হয়েছে। 
ও সি আরও বলেন,  প্রাথমিক তদন্তে জানা গেছে  পঙ্কজ ও জোনাকির সাথে পরকীয়া সম্পর্ক ছিল। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি লোকটি কেন মারা গেল। 

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা