ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি
সভাপতি রেজা-সাধারণ সম্পাদক বাবুল হৃদয়

ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) সভাপতি পদে রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হৃদয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
প্রিন্ট, টেলিভিশন, অনলাইন মিডিয়ার কালচারাল রিপোর্টারদের নিয়ে ২০ বছর আগে ২০০৩ সালে গঠিত হয় সংগঠনটি।
সোমবার, ১৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যেদিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদ্দুস আফ্রাদ সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, চৌধুরী রেজওয়ানা বাসার, উপদেষ্টা মানবাধিকার খবর। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি (ডিসিআরইউ) সকল সদস্য ও অতিথিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং কমিটির সাফল্য কামনা করেন।
ডিসিআরইর ২০২৩ – ২০২৫ মেয়াদের ৩১ জনের নতুন কমিটি
সিনিয়র সহ-সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল (যুগ্ম সম্পাদক, পাক্ষিক অর্থকন্ঠ), সহ-সভাপতি মীর নাসিমুল ইসলাম (সেলিম) ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন (আমাদের নতুন সময়), সহ-সভাপতি আসলাম ইকবাল (বাংলাদেশের আলো), সহ-সাংগঠনিক সম্পাদক- বোরহান আজাদ ( দৈনিক সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বিশ্বাস (টাইটাস নিউজ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, মহসীন বেপারী (বাংলাদেশ সংবাদ সংস্থা), ক্রীড়া সম্পাদক আশিক বন্ধু (ইনকিলাব) সাংস্কৃতিক সম্পাদক, সুকন্যা আমির (নিউজ২৪), আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক, আনিসুজ্জামান আনিস (চিত্রজগত) সাহিত্য সম্পাদক, আওয়াল চৌধুরী (ইটিভি) নারী বিষয়ক সম্পাদক, তানিয়া তুষ্টি (বাংলাদেশ প্রতিদিন) নারী বিষয়ক সম্পাদক সহ সম্পাদক, নিলুফার আলম পপি (ডেইলি ওমেন বাংলাদেশ), দফতর সম্পাদক: ফারুক হোসেন (বিজনেস বাংলাদেশ)
নির্বাহী সদস্য-
সাইফুল শুভ (দৈনিক যায় যায় দিন), এন আই বুলবুল (জনকণ্ঠ), সাগির আহমেদ (ভোরের পাতা) জাকির হোসেন (জি নিউজ), ইউসুফ হাওলাদার দীপু (বৈশাখী নিউজ), মোস্তফা মতিয়ার (বাংলাদেশ প্রতিদিন), আহসান হাবিব সোহেল (দৈনিক গনকষ্ঠ), এম এ লিটন (বৈশাখী নিউজ), ইসমত জেরি স্মিতা- দৈনিক ভোরের আকাশ, রাকিব হোসেন (মাই টিভি), রাকিবুল হাসান- (দৈনিক ভোরের পাতা)।
BH / BH

‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করুন’

নিজের নামের আগে ‘কিংবদন্তি’ পছন্দ নয় মোশাররফের

পোস্টে বাজে মন্তব্য, ক্ষুব্ধ মেহজাবীন

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!

জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে টলিপাড়ায় নতুন বিতর্ক

‘ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না’

‘পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না’

পাসপোর্ট ফেরত পেলেন রিয়া চক্রবর্তী

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় কিং খান

হঠাৎ বোরকায় পরীমণি!

সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয় : ভাবনা

কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
