ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

হাকালুকি হাওরে বোরো ধানে ব্লাস্ট: দিশেহারা কৃষক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ২:১৫

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বোরো ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ছত্রাক জনিত রোগে নষ্ট হয়ে গেছে ব্রি-২৯ জাতের ধান। ধান কাটার পরে দেখা যাচ্ছে কোনো ধানেই চাল নেই। আছে শুধু খোসা। এতে হাওর পাড়ের কৃষকদের চোখে মুখে শুধুই হতাশার ছাপ। ব্লাস্ট রোগের পাশাপাশি ‌দু-দফায় শিলা বৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হাওর এলাকায় বোরো ফসলের লক্ষ্য মাত্রায় ধস দেখা দিয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় ধান কাটা উৎসব শুরু হলেও মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওর অংশে অনেকটাই সুনসান নীরবতা বিরাজ করছে। ব্লাস্ট রোগে কৃষকের ধান সম্পূর্ণ চিটায় পরিণত হওয়ায় ধান কাটতে কৃষকদের মধ্যে কোন আগ্রহ দেখা যাচ্ছে না। মাঠের ধান নষ্ট হওয়ায় এসব ধান এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে।

হাকালুকি হাওরের জুড়ী অংশে বোরো ধানে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ‌। বিশেষ করে উপজেলার চাতলা ও  মরা চাতলা বিলের অংশ, নয়াগ্রাম, ইউছুফ নগর, বেলাগাঁও, জাঙ্গিরাই, শাহপুর, গরগরন বিল, কইয়ার কোনা, খাকটেকা এলাকার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা জনিয়েছেন, ক্ষেতের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ব্লাস্ট রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগে প্রথমে ধানগাছের শীষ ভেঙে যায়, ধান শুকিয়ে চিটা হয়ে যায়। ধানের এ বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 

জুড়ী উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় হাকালুকি হাওর এলাকায়  হাওর ৫ হাজার ৮০ হেক্টর ও নন হাওর সহ মোট ৫ হাজার ৯ শত ২৫ হেক্টর  জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এর মধ্যে  হাইব্রিড জাত-SL8H, টিয়া, রুপালী, উফশী, ব্রিধান-২৯, ব্রিধান ২৮, ব্রিধান ৮৯, বিআর১৪, বিআর ৯২ জাতের ধানসহ অন্যান্য জাতের ধান রোপণ করা হয়েছিল। এর মধ্যে ব্রি-২৯ ধান ছত্রাক জনিত ব্লাস্ট রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র আরো জানায়, উপজেলার হাকালুকি হাওরে দু-দফা শিলায় ৬ হেক্টর ও ব্লাস্ট রোগে ৩.৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।

সরেজমিন দেখা গেছে, হাকালুকি হাওরে মাঠের পর মাঠ পাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। এসব পাকা ধানের মধ্যে বেশির ভাগ ধান কাটার কোনো আগ্রহ নেই কৃষকের। কারণ সব ধানই ব্লাস্টের আক্রমণে চিটা হয়ে গেছে। কেউ কেউ গবাদিপশুর খাবারের জন্য কিছু ধান কাটছেন আবার কেউ কেউ ধান নষ্ট হওয়ায় ধান কাটার আগ্রহ হারিয়ে ফেলেছে।

উপজেলার ইউছুফ নগর  গ্রামের কৃষক কালা মিয়া ও শুক্কুর মিয়া  জানান, আমরা ঋণ করে  এ বছর জমিতে ব্রি-২৮ ধানের চাষ করেছিলেন। প্রথমে ফলন ভালো দেখে মনটা ভরে উঠেছিল। কিন্তু হঠাৎ ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় পুরো জমির ধান এখন চিটা। কিছু ধান গরুর খাদ্যের জন্য কাটা হয়েছে। বাকিটা জমিতেই রয়েছে। আমাদের এখন পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। সরকারের কাছে আমরা সহায়তা চাই।

বেলাগাঁও গ্রামের  নামে এক কৃষক জামাল উদ্দিন বলেন, ‘প্রায় ১৫/২০ বিঘা জমিতে ব্রি-২৯ ধান লাগাইছিলাম। ফলনও ভালো হলেও  যখন ধান আসার কথা তখনই ব্লাস্ট রোগে ধান জ্বলে একবারেই শেষ। ধান এখন চিটা হয়ে গেছে। এখন ঋণ কিভাবে দেব সে চিন্তায় দিন কাটছে। এ পর্যন্ত কৃষি বিভাগের কোনো লোক এসে খোঁজখবর নেয়নি বলেও তিনি অভিযোগ করেন। 

হাকালুকি হাওরের কৃষক আফজাল মিয়া  বলেন, ‘সমিতি থেকে ঋণ নিয়ে প্রায় ২০ বিঘা জমিনে ব্রি-২৯ জাতের ধান লাগিয়েছিলাম। ভেবেছিলাম ধান বিক্রি করে সমিতির টাকা পরিশোধ করব। সব ধান চিটা হয়ে নষ্ট হওয়ায় ঋণের টাকা কীভাবে শোধ করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

তবে উপজেলা উপ কৃষি কর্মকর্তা চমক আচার্য বলেন, ‘যেভাবে কৃষকরা দাবি করছেন তা সঠিক নয়। ব্লাস্ট  রোগের প্রাদুর্ভাব  দেখা দেওয়ার পর কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান খান বলেন, এ বছর উপজেলায় হাকালুকি হাওর এলাকায়  হাওর ৫ হাজার ৮০ হেক্টর ও নন হাওর সহ মোট ৫ হাজার ৯ শত ২৫ হেক্টর  জমিতে বোরো আবাদ করা হয়েছে। হাওর এলাকায় দু-দফায় শিলা বৃষ্টি ও ব্লাস্ট রোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।  ব্লাস্ট রোগ দেখা দেওয়ার পর কৃষকদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, জেলার হাকালুকি হাওরে ব্লাস্ট রোগে কিছু ধানের জমি নষ্ট হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের পাশে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা শুরু হয়েছে। সরকারের কোনো বরাদ্দ বা প্রণোদনা এলে তাদের সহায়তা করা হবে।’

এমএসএম / এমএসএম

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদারীপুরে স্কুল শিক্ষার্থী নিখোজ আবদুল্লাহকে ফিরে পেতে মানববন্ধন

নওয়াপাড়া সরকারি কলেজ অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি

নেত্রকোণার আটপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই ব্যবসায়ীর জরিমানা

রূপগঞ্জে শ্রাবণ বাহিনীর হামলায় একই পরিবারের চারজন আহত

ঠাকুরগাঁওয়ে ‘ইকো স্পোর্টস একাডেমী”র বিশেষ পরিকল্পনা সভা

প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান কাজ শুরু

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত