ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মজুরি বৈষম্য থেকে মুক্তি মেলেনি চরাঞ্চলের নারী শ্রমিকদের


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১২:২৮

গাইবান্ধার ফুলছড়িতে যাদের শ্রমে ঘামে গতি পায় অর্থনীতি চাষাবাদের ক্ষেত্রে ভরসার জায়গা সেই নারী শ্রমিক। ধানের চারা রোপণ নিড়ানি কাটাই-মারাইসহ নানা কাজে বাড়ছে নারী শ্রমিকদের চাহিদা। নারী শ্রমিকদের কদর বাড়লেও ন্যায্য মজুরি পাচ্ছেন না তারা। পুরুষদের সাথে সমানতালে কাজ করেও কোন কোন ক্ষেত্রে অর্ধেক মজুরি পান এতে আর্থিক ও সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা।চরাঞ্চলে প্রত্যক্ষভাবে কৃষি কাজের সঙ্গে জড়িত প্রায় ৫৩ শতাংশ নারী আর তা পরোক্ষভাবে ৮০ শতাংশেরও বেশি।জীবিকার তাগিদে কম মজুরি নিয়েই তাঁদের কাজ করতে হচ্ছে।
সম্প্রতি যমুনা নদীর কোল ঘেশা এরেন্ডাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীর চরে গিয়ে দেখা যায়, নারীরা ভুট্টা ও গম ও ধান  কাটাই মারাই  করছেন। তাঁরা বলেন, অধিকাংশ সময় বাড়ির পুরুষেরা কাজের জন্য এলাকার বাইরে থাকেন। তখন সংসার সামলানোর পাশাপাশি বাড়ীর আসে পাশে দিনমজুরের  কাজ করেন তাঁরা। কিন্তু মজুরির ক্ষেত্রে তাঁদের প্রতি রীতিমতো অবিচার করা হয়। তাঁরা সারা দিন কাজ করে হাতে পান ৩০০ টাকা। সমান কাজ করে পুরুষ শ্রমিকেরা পান ৪৫০থেকে ৫০০ টাকা।
দক্ষিন বুড়াইল গ্রামের তিন সন্তানের জননী অমিছা বেগমের স্বামীর গত হয়েছে তিন বসর অভাবের সংসারে সহযোগিতার জন্য  অন্নের খেতে শ্রম দেন। তিনি বলেন, ‘খুবই কঠিন কাজ। কিন্তু কী কমো? উপায় না থাকায় পেট বাঁচার জন্য রোদে পুড়ি কাজ করতাছি। সন্ধ্যায় বাড়ি ফিরে সংসারের কাজ সেরে রান্না করি। সেই ভাত রাইতে খাই, পরদিন সকালে খাই, দুপুরের জন্য সঙ্গে নিয়ে আসি। বাড়িতে বাচ্চারাও  তাই করেন।’
প্রচন্ড গরমকে উপেক্ষা করে ধান উবাইতে ছিলেন বিধবা আংগুর রানী বেগম। তিনি বলেন, ‘বেটা মানুষ  জমিত কাম করি  পায় ৫০০ টেকা, হামরা তারঘরে  থাকি বেশি কাম করি পাই ২৫০ থেকে ৩০০ টেকা। বর্ষাকালে কাজকাম থাকেনা , পোলাপান নিয়া সংসার চালানো খুব কষ্ট হয়। হামার কেউ খোঁজখবর নেয় না।
ব্রহ্মপুত্র নদের  তীরবর্তী  কালাসোনা গ্রামের নারী শ্রমিক আমেনা বেগম, ছবি বেগম ও আকলিমা বেগম বলেন,সব কাজে তাঁরা এমন মজুরি বৈষম্যের শিকার।তাঁদের পারিশ্রমিক পুরুষদের থেকে ১৫০ টাকা কম দেওয়া হচ্ছে। এতে আপত্তি করলে কাজ থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়। চরাঞ্চলের কৃষিকাজের পাশাপাশি অন্যান্য কাজেও মজুরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হওয়া নিয়ে শ্রমজীবী নারীদের আক্ষেপ রয়েছে।
পশ্চিম ছালুয়া গ্রামের খায়রোন জানান, ধান কাটা, মাটি কাটা,ভূট্টা কাটাই মারাইসহ অন্য সব কাজে তাঁরা পুরুষের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলেন। অথচ মজুরির ক্ষেত্রে পুরুষের তুলনায় তাঁদের ১০০ থেকে ১৫০ টাকা কম দেওয়া হয়। অনেক সময় পুরুষদের চেয়ে অর্ধেক মজুরিতে নারী শ্রমিকদের কাজে লাগানো হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অধ্যাক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন ,এলাকায় নারীদের কর্মসংস্থানের সংকট প্রবল। এ সুযোগ নিয়ে স্থানীয় কৃষকেরা নারীদের দিয়ে কাজ করিয়ে তুলনামূলক কম মজুরি পরিশোধ করছেন। এমন মজুরি বৈষম্যের অবসানে সবার এগিয়ে আসার দাবি জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিন্টু মিয়া জনান, ফুলছড়িতে কৃষিকাজে পুরুষ ও নারী শ্রমিকেরা সমান ভূমিকা রাখছেন। আলু, গম ,ভুট্টা ও মরিচ চাষের কাজে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। তাঁদের ন্যায্য মজুরি নিশ্চিতে পুরুষ শ্রমিকসহ কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
ফূলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক বলেন, চরাঞ্চলের নারীরা অনেক আগে থেকে মজুরি বৈষম্যের শিকার। তাঁদের সচেতন করার পাশাপাশি শ্রমজীবী নারীদের মজুরি বৈষম্য নিয়ে শ্রম দপ্তরের কার্যকর ভূমিকা পালন করা উচিত। আইনে নির্দেশনা রয়েছে, সমকাজে সমান মজুরি। একই কাজ করলে নারী-পুরুষ সবার সমান মজুরি দিতে হবে।শ্রমিকদের ঘামে গড়ে ওঠে একটি দেশ, একটি সভ্যতা। উন্নয়নের মহাসড়কের মহান কারিগর-এসব খেটে খাওয়া শ্রমিক ও মেহনতি মানুষেরাই। তাই তারা ভালো থাকলে, ভালো থাকতে পারবো আমরা। ভালো থাকবে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত