ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তার অনিয়ম তুঙ্গে কৃষি উপকরণ বিতরণে চরম অনিয়ম


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১-৫-২০২৩ রাত ৯:১১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লাগামহীম দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও তার একান্ত সহযোগি কৃষি উপসহকারী আমির হোসেন এর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ স্বয়ং অফিস সহকর্মীরাও।

দীর্ঘ দিনব্যাপী অনুসন্ধানে উঠে এসেছে সিমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বাস্তব চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এক ইঞ্চি জায়গা খালি রাখা যাবেনা। সে লক্ষে কৃষক কে আর্থিক সহায়তা, সার বীজ, ও কিটনাশক দিয়ে সহযোগিতা উৎসাহিত করতে দেওয়া বরাদ্দে লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু সঠিক তদারকি ও বিতরণের অভাবে তার সুফল পাচ্ছেনা কৃষকরা। 

কৃষক জানেনা সরকার তার জন্য কি পরিমান উপকরণ দিচ্ছে। নয় ছয় আঠারো করে বুঝিয়ে দিচ্ছে কৃষকদের। অনুসন্ধানে এমনি তথ্য বেরিয়ে এসেছে মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও উপসহকারি আমির হোসেনের অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে। পারিবারিক পুষ্টি বাগানে ব্যবহার করা হয়েছে নিম্ম মানের উপকরণ,বীজ ও সার দেয়া হয়েছে কম। কৃষকদের না জানাকে পুঁজি করে পরিচর্চার খরচও দেয়া হয়েছে কম। যা সঠিক তদন্ত করলে বের হয়ে আসবে থলের বিড়াল।

করমুক্ত রাজস্ব খাতের আওতায় কাজু বাদাম প্রকল্পে প্রতি ৫০ শতক জমিতে ঘেরা ভেড়া ও চারা গাছ বহন খরচ নিয়েও হয়েছে অনিয়ম বাজেট অনুযায়ী অর্থ পায়নি কৃষকরা। এছাড়া সার ও কিটনাশক দেয়া হয়েছে খেয়াল খুশিমত। 

কৃষি অফিসের এসব অনিয়ম ,দুর্নীতি তথ্য পেয়ে কৃষি উপকরণ বিতরণের তথ্য চেয়ে বিধি মোতাবেক গত ২৪ জানুয়ারী ২০২৩ইং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর আবেদন করা হলেও কোন তথ্য না দিয়ে মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের ডিপার্টমেন্টে তথ্য দেয়ার মত লোক নাই। তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ অধিনস্থ কৃষি উপসহকারিগন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষি উপসহকারী বলেছেন, মোস্তাফিজুর রহমানের স্বেচ্ছচারিতা অতিষ্ঠ করে তুলেছে। কৃষক হয়রানী ও অনিয়ম নিয়ে কথা বললে তাৎক্ষনিক উপজেলার বিভিন্ন ব্লকে বদলি করা হয়। সে ক্ষেত্রে নিজের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজের জন্য উপসহকারী আমির হোসেন কে সুবিদা জনক ব্লকে রাখা হয়।

বড়বিল ব্লকের কৃষক নুরেরজমা বলেন, আমাদের জন্য কি বরাদ্ধ তা জানি না, কৃষি অফিস হতে ১৫টি লেবুর চারা, ৪৫ টিমাল্টার চারা, ৫ বোতল কটিনাশক ও ১২শত টাকা দিয়েছে।

মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কৃষক আব্দুল বারেক বলেন, ১০ শতক জমির জন্য, তিন ধরণের সার, তিনবোতল ঔষধ, লেবুর চারা ১০টা মালটার চারা ২০টা ও নগদ ৬০০টাকা দিয়েছে। 

১ঘন্টারও বেশি সময় দপ্তরে বসে থাকার পর কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন রাসায়নিক সার,জৈবসার ও গাছের চারা বিতরণ করা হচ্ছে। আমার কাজ আছে, এখন কথা বলতে পারব না। বিতরণকৃত উপকরণের তথ্য জানতে চাইলে তিনি বলেন, পরিমান আমার জানা নাই। কাগজ পত্র খুলে দেখতে হবে।

এই বিষয়ে কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, উদ্ধতন কর্তৃপক্ষে সাথে আলোচনা ছাড়া কোনো মন্তব্য করতে পারবো না।

এমএসএম / এমএসএম

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে