জুড়ীতে মাদ্রাসার জায়গা নিয়ে দ্বন্দ্ব: আয়াকে দিয়ে মামলা: বেতন বন্ধের অভিযোগ
মৌলভীবাজার জেলার জুড়ীতে নয়াগ্রাম শিমুল তলা দাখিল মাদ্রাসার জায়গা নিয়ে দ্বন্দ্বে অন্যকে ফাঁসানোর জন্য মাদ্রাসার সুপার জিয়াউল হক ও সভাপতি মনিরুল ইসলাম আয়াকে দিয়ে মামলা করানোর অভিযোগ উঠেছে। মামলা করানোর পর মাদ্রাসার আয়া তকমিনা বেগম সুপার ও সভাপতির কাছে প্রতিবাদ করে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করায় বেতন বন্ধ করে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বেতন বন্ধের প্রতিকার চেয়ে জেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন ভোক্তভোগী তকমিনা।
অভিযোগ সূত্রে জানা যায়, তকলিমা বেগম ঐ মাদ্রাসায় কর্মরত আছেন। মাদ্রাসার কিছু জমি নিয়ে স্থানীয় একজনের সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ অর্থাৎ সুপার ও সভাপতির দ্বন্দ চলছিল। দ্বন্দের এক পর্যায়ে সুপার ও সভাপতি তকমিনাকে বেতন সংক্রান্ত কাজ আছে বলে মৌলভীবাজার আদালতে নিয়ে যান। সেখানে কয়েকটি কাগজে তকলিমার স্বাক্ষর নেন। স্বাক্ষর নেওয়ার পর তাকে ভয়ভীতি দেখিয়ে আদালতে একই গ্রামের মঈনুল ইসলাম মনু মাষ্টারের ছেলে জুমন মিয়ার নামে নারী নির্যাতন মামলা করান। পরে তিনি জানতে পারেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে দিয়ে নারী নির্যাতনের মামলা করানো হয়েছে। পরবর্তীতে সুপার ও সভাপতির সাথে এই মামলার বিরুদ্ধে কথা বলায় এবং মামলা প্রত্যাহারের আবেদন করায় তার বেতন বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযোগ সূত্রে আরও জানা যায়, বেতন ভাতা বন্ধ হওয়ায় পবিত্র ঈদুল ফিতরে শারীরিক প্রতিবন্ধী স্বামী ও ছেলেমেয়েদেরকে নিয়ে মানবতার জীবন যাপন করেছেন তিনি।
আলাপকালে তকমিনা আক্তার আরো অভিযোগ করে বলেন, আমাকে মাদ্রাসায় নিয়োগ দিতে আমার কাছ থেকে সুপার জিয়াউল হক, সভাপতি মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আসকর আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ঘুষ নিয়েছেন।
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আসকর বলেন, মাদ্রাসার কমিটি নিয়ে মহামান্য হাইকোর্টে আমি একটি রিট করি। রিট পিটিশন নং ১৮৫৩/১৭। এমতাবস্থায় মাদ্রাসার সাথে আমার কোন সম্পৃক্ততার প্রশ্নই আসে না। আয়াকে দিয়ে মামলা করানো এবং চাকুরীতে নিয়োগের বিষয়ে টাকা লেনদেনে আমার কোন সম্পৃক্ততা নেই।
অভিযোগের বিষয়ে নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার সুপার জিয়াউল হক বলেন, মামলা করানোর বিষয়ে আমি জড়িত নই। আদালতে মামলা করায় মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হওয়ায় মূলত আয়ার বেতন ভাতা সাময়িক বন্ধ করা হয়েছে। আদালতে মামলা করলে কারো বেতন ভাতা বন্ধ করা যাবে এমন কোন আইন আছে কিনা জানতে চাইলে তিনি এর সদোত্তর দিতে পারেননি।
আদালতে মামলা করানোর বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার সভাপতি মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, আয়া কর্তৃক আদালতে নারী নির্যাতন মামলা করা এবং পরে এ মামলা প্রত্যাহারের বিষয়ে মাদ্রাসার মান সম্মান ক্ষুন্ন হওয়ায় সাময়িকভাবে আয়ার বেতন ভাতা বন্ধ করা হয়েছে। আয়ার চাকুরীতে যোগদানে টাকা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জুড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান বলেন, আয়ার বেতন ভাতা বন্ধের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া
নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মাদারীপুরে স্কুল শিক্ষার্থী নিখোজ আবদুল্লাহকে ফিরে পেতে মানববন্ধন
নওয়াপাড়া সরকারি কলেজ অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি
নেত্রকোণার আটপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই ব্যবসায়ীর জরিমানা
রূপগঞ্জে শ্রাবণ বাহিনীর হামলায় একই পরিবারের চারজন আহত
ঠাকুরগাঁওয়ে ‘ইকো স্পোর্টস একাডেমী”র বিশেষ পরিকল্পনা সভা
প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান কাজ শুরু