খুলনায় কোভিড পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপার চেষ্টা
খুলনাতে করোনা টেষ্ট ফি বাবদ উত্তোলনকৃত অর্থ রাজস্বখাতে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা। যেখানে নাম উঠে আসে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’র টেকনোলজিষ্টের। এ দূর্নিতীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দূর্নিতীর প্রমাণ পেয়েও চুপ রয়েছেন কর্মকর্তারা। রাজস্বখাতে জমা হয় নি আত্মসাৎকৃত টাকা। ধামাচাপার মধ্যে পড়ে আছে এ দূর্নিতীর ঘটনা। সরকারী অর্থ আত্মসাতের এ ঘটনার সাথে সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং কর্মচারীরা জড়িত রয়েছেন বলে অগ্রগতি নেই এ মামলার বলে অভিযোগ উঠেছে।
দূর্নিতীতে জড়িত থাকলেও কোন এক বিশেষ কারনে পার পেয়েছেন অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টেকনোলজিষ্ট প্রকাশ কুমার দাস ও অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিয়েছেন করোনা টেষ্ট ফি বাবদ আদায়কৃত ২ কোটি ৫৭ লক্ষ ৯৭ হাজার দুইশত টাকা। কাল ক্ষেপনে এ ধরনের দূর্নিতী ধামাচাপার মধ্যে পড়ে রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে করোনা টেষ্ট ফি’র টাকা আত্মসাৎ করেন প্রকাশ কুমার দাস। পরবর্তীতে এ ঘটনায় দুদকে মামলাও হয়।
ঘটনাসূত্রে, ২০২০ সালের ২রা জুলাই থেকে টাকার বিনিময়ে করোনা টেষ্ট শুরু হয়। ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ১ বছরে প্রকাশ কুমার দাস মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা তিনি আত্মসাৎ করেছেন।
তদন্ত প্রতিবেদন সূত্র বলছে, প্রতিদিনের রোগীর সংখ্যা এবং প্রাপ্ত টাকার হিসাব লিপিবদ্ধ করা হয়নি। একইভাবে মাসিক ও বাৎসরিক হিসাব লিপিবদ্ধ করা হয়নি। রেজিষ্টার খাতার রোগীর সংখ্যা ও টাকার পরিমানের সাথে রশিদের মাধ্যমে প্রাপ্ত রোগীর সংখ্যা ও টাকার পরিমান উল্লেখযোগ্য পরিমান গড়মিল পাওয়া গেছে তদন্তে। সরকারী রশিদের বাহিরে অবৈধ ভাবে প্রচুর টাকার লেনদেন হয়েছে। এখানে উল্লেখ থাকে যে, সরকারী রশিদের বাহিরে একটি ডুপ্লিকেট রশিদ বই নম্বর ১৭৯০১-১৮০০০ পাওয়া যায়। উত্তোলনকৃত সরকারী টাকা রাষ্ট্রীয় কোষাগারে অতি দ্রুত জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর সুপারিশ করেন তদন্ত কমিটি।
তদন্ত সূত্রে, ২০২০-২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ১ বছরে প্রকাশ কুমার দাস মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় করেন। এর মধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা তিনি আত্মসাৎ করেছেন।
একাধিক সূত্র বলছে, প্রকাশ কুমার দাস একা এ টাকা আত্মসাৎ করে নি। ভুয়া জমা বই যেখানে ব্যবহার হয়েছে সব কিছুই একটি চেইনের মাধ্যমে হয়েছে। যার মধ্যে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। এমনকি তৎকালিন সিভিল সার্জনের অগোচরে এমন পুকুরচুরি সম্ভব নয়।
এ দূর্নিতীর বিরুদ্ধে দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়া হয়েছে বলে সর্বশেষ জানা যায়।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি