ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মনোনয়নপত্রের বৈধতা পেতে রিট করতে যাচ্ছেন জাহাঙ্গীরসহ ২০ প্রার্থী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ১১:১৭

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ২০ জন প্রার্থী রিট করার জন্য নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এ সংক্রান্ত সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন। তাদের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমও রয়েছেন। 

মঙ্গলবার (২ মে) বিকেল পর্যন্ত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ অনেকে সার্টিফাইড কপি সংগ্রহ করলেও মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী অলিউর রহমান এবং আবুল হোসেন ওই কপি সংগ্রহ করেননি।

প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্চ করে রিট করার জন্য অন্য যারা সার্টিফাইড কপি সংগ্রহ করেছেন তারা হলেন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডের প্রার্থী আয়েশা আক্তার, ১৫নং ওয়ার্ডের পারুল বেগম, ১৭নং ওয়ায়ার্ডের মোসা. রোকসানা পারভীন, ১৮নং ওয়ার্ডের ফেরদৌসী বেগম, সাধারণ কাউন্সিলর পর্দে ৬নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৭নংওয়ার্ডের মো. হামিদুর রহমান, ৯নং ওয়ার্ডের আনিসুর রহমান, ১২নং ওয়ার্ডের মো. সোলেমান, ১৯নং ওয়ার্ডে মো. শাহিন আলম ও মোশারফ হোসেন, ২০নং ওয়ার্ডের এসএম সরোয়ার জাহান, ২২নং ওয়ার্ডের মো. মোশারফ হোসেন, ২৩নং ওয়ার্ডের মো. খোরশেদ আলম রিপন, ২৭নং ওয়ার্ডের মো. হানিফ উদ্দিন তালুকদার, ৩২নং ওয়ার্ডের সালেহ আহমেদ শাহজাহান, ৩২নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলী, ৩৩নং ওয়ার্ডের জামাল খান ও মো. আমিন উদ্দিন সরকার, ৩৯নং ওয়ার্ডের মো. আবুল কাসেম।

রিট করার জন্য এখনও যারা সার্টিফাইড কপি সংগ্রহ করেননি তারা হলেন, মেয়র পদে মো. অলিউর রহমান ও আবুল হোসেন এবং কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের সাহিদা আক্তার, ৫নং ওয়ার্ডের শিরিন আক্তার, ৪৫নং ওয়ার্ডের গাজী আল আমিন এবং ৫৩নং ওয়ার্ডের মো. কামাল হোসেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার সহায়ক (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা মঞ্জুর হোসেন খান জানান, গত ৩০ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপি, জামিনদার, স্বাক্ষর এবং জামানতের চালান না থাকা ইত্যাদির কারণে তিন মেয়র প্রার্থীসহ ২৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিন কার্যবিসের মধ্যে তারা তাদের মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নে বিভাগীয় কমিশনারের কাছে রিট করতে পারবেন। অর্থাৎ ২ মে থেকে ৪ মে পর্যন্ত তারা রিট করতে পারবেন। রিট করতে রিটানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন বাতিল হওয়া সংক্রান্ত সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে। এ সময়ের মধ্যে তাদের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে।

সহকারি রিটানিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, ২ মে থেকে ৪ মে পর্যন্ত তারা বিভাগীয় কমিশনারের কাছে রিট করতে পারবেন। আর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৫ মে থেকে ৭ মে’র মধ্যে আপিল শুনানি সম্পন্ন করা হবে।

জানা যায়, ৩০ এপ্রিল যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে ১২ প্রার্থীর মধ্যে বৈধ হয় ৯ জনের মনোনয়ন আর বাতিল হয় ৩ জনের। সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭৬ জনের মনোনয়ন বৈধ হয়, সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭ জনের প্রার্থীতা বাতিল এবং ২৭২ জনের প্রার্থীতা বৈধ হয়।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান জানান, আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মোট ৪৮০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ ৩ হাজার ৪৯৭টি, এর মধ্যে ৪৯১টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নির্বাচনে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে