পানছড়িতে আ. লীগ নেতার ৩ কালভার্টের রড লুটের ঘটনা, অডিও ফাঁস

খাগড়াছড়ির পানছড়ির সীমান্ত সড়কে দিনের আলোতে সরকারি অর্থায়নে নির্মিত তিনটি কালভার্ট ও ব্রিজের রড লুটের ঘটনার নতুন মোড় নিয়েছে। ইতোমধ্যে জেলার আলোচিত ঘটনাটির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল নায়ক পানছড়ি উপজেলা ঠিকাদার উত্তম কুমার দেব।
ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ। অডিওটি এই মামলায় ‘ডকুমেন্ট’ হিসেবে যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট ৫২ সেকেন্ডের অডিওতে চারজনের কথোপকথন শোনা যায়। অডিওতে রড চুরির ঘটনায় নাজমুল নামের এক ব্যক্তিকে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিতে বলা হয়। এর জন্য তাকে ২০ লাখ টাকা দেওয়াসহ পালিয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে জয়নাথ দেব নামের স্থানীয় এক ব্যক্তিকে ফাঁসানোর বিষয়টি ওঠে আসে।
চারজনের কথোপকথনের মধ্যে নাজমুল ছাড়া অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পানছড়ি ঠিকাদার উত্তম কুমার দেব ও পানছড়ি ৫ নম্বর ওয়ার্ড সদস্য জব্বার হোসেন। মিথ্যা তথ্য দিয়ে ফাঁসাতে চাওয়া নাজমুল পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে।
ফাঁস হওয়া অডিওর শুরুতে এক ব্যক্তি নাজমুলের সঙ্গে জব্বার হোসেনের কথা বলিয়ে দেন। তখন জব্বার হোসেন নাজমুলকে শিখিয়ে দেন পুলিশকে তিনি যেন বলেন, জয়নাথ দেব তার কাছে চুরি যাওয়া রডগুলো ৪০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি জয়নাথ দেবের তালুকদার পাড়া বাসা থেকে অটোতে করে রডগুলো নিয়ে আসেন। কোনোভাবে উত্তমের নাম বলতে বারণ করেন। নাজমুলের জন্য প্রয়োজনে ২০ লাখ খরচ করবেন এবং তিনি গ্রেপ্তার হবেন না জানিয়ে অভয় দেন। যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে, তবে হাইকোর্ট থেকে জামিন করা হবে।
অডিওতে উত্তম কুমার দেবও নাজমুলের সঙ্গে কথা বলেন। নাজমুলকে অভয় দিয়ে নিশ্চিন্তে থাকতে বলেন। তার মোবাইল বন্ধ করে রাখতে বলেন। তাকে ফোন না দিয়ে জব্বার এবং জনৈক হানিফের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এ সময় নাজমুল নিজের ভয়ের কথা বলতে শোনা যায়।
এরপর জব্বার-নাজমুলের ফের কথোপকথনে জব্বার নাজমুলকে ৪/৫ দিন বাইরে থাকতে বলেন। জনৈক হানিফ খরচের জন্য পাঁচ হাজার টাকা পাঠাবে। এছাড়া ব্যবহৃত সিম খুলে ফেলে নতুন সিম ব্যবহার করতে বলা হয় ওই অডিওতে।
এই বিষয়ে সাংবাদিক জয়নাথ দেব বলেন, এসব অপরাধের মূলোৎপাটনে সচেষ্ঠ থাকি বলে অপরাধীরা ক্ষুব্ধ হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এ সময় তিনি এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান।
তবে উত্তম কুমার দেবের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অপর দিকে জব্বার হোসেনের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
ডিবি পুলিশ পরিদর্শক মো. শামসুজ্জামান বলেন, ফাঁস হওয়া অডিও মামলায় নথিভুক্ত করা হবে। এছাড়া ঘটনা তদন্তে উত্তম কুমার দেবসহ যার নাম আসবে তার নাম উল্লেখ করা হবে। আদালতের দেওয়া সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত হলেও তিনি আরও ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছেন বলেও জানিয়েছেন। তবে নাজমুল অভিযোগ করেন, ডিবি পুলিশ তার বক্তব্য নিচ্ছে না উল্টো তাকে মামলার আসামী করার হুমকি দিচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে প্রকাশ্য দিবালোকে খাগড়াছড়ির পানছড়ির সীমান্ত সড়কে সরকারি অর্থায়নে নির্মিত ৩ টি পাকা কালভার্ট ভেঙ্গে রড খুলে দুর্বৃত্তরা। টানা সাতদিন ধরে একদল যুবক কালভার্টগুলো ভেঙ্গে গাড়িতে করে রড নিয়ে যায়। বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে প্রশাসনও নড়েচড়ে বসে। অবশেষে পানছড়ির ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম গত ৯ মার্চ পানছড়ি থানায় একটি জিডি করলেও সেখানে জড়িতদের নাম উল্লেখ করেননি।
এ ছাড়া জিডিতে রডগুলো রাতে চুরির কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানিয়েছে,রাতে নয়, দিনের বেলায় টানা পাঁচ দিন কালভার্ট ভেঙে গাড়ীতে করে রড নিয়ে গেছে।
গত ২৯ মার্চ খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক বাদী হয়ে মিস মামলা (মামলা নং ২/২০২৩) করে একটি আদেশ দেন। আদেশে তিনি খাগড়াছড়ির জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শককে অতিসত্বর ঘটনার সরেজমিন পরিদর্শন করে আলামত সংগ্রহসহ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে বিস্তারিত তদন্তপূর্বক আগামি ৩০ এপ্রিলের মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে নির্দশ দেন।
এ ছাড়া চাঞ্চল্যকর ও সংবেদনশীল ঘটনায় পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদের দায়িত্বশলীতার অভাব ছিল বলেও উল্লেখ করে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতেও নির্দেশ দেন আদালত।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
