ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় আড়াই কোটি টাকার বালি অর্ধ কোটি টাকায় নিলামে বিক্রি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ২:৫৫
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারী আড়াই কোটি টাকার বালি মাত্র অর্ধ কোটি টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। কোন ধরনের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার না করে শুধু মাত্র অফিসের বোর্ডে নৌটিশ টাঙ্গিয়ে অনেকটা চুপিসারে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় সরকার অন্তত ২ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হলো। তবে, নিলামের দায়িত্বপ্রাপ্ত সাতকানিয়ার সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত সিদ্দিকী চুপিসারে নিলাম হয়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় ও তার কার্যলয়ে বিজ্ঞপ্তি প্রচার করে নিলাম করা হয়েছে বলে জানিয়েছেন। তার দাবী, ক্রেতা না পাওয়ায় বালুর পরিমাণ ও মূল্য কমিয়ে নিলাম করা হয়েছে। গতকাল মঙ্গলবার
বিকালে সহকারী কমিশনার (ভ‚মি)র কার্যলয়ে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। ৫১ লক্ষ দশ হাজার টাকা দিয়ে মেসার্স হাবিবা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দরদাতা উল্লেখ করে তাকে এই বালু নিলাম দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভুমি) আরাফাত সিদ্দিকী। এদিকে বিজ্ঞপ্তি না পেয়ে নিলামে অংশগ্রহণ করতে পারেনি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন বেশ কয়েকজন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, চরতীর বালি উত্তোলনের বিষয়টি শুরু থেকে একটি প্রভাবশালী মহল নিয়ন্ত্রণ করছে। বালি নিলাম কার্যক্রমকে দীর্ঘায়িত করে জব্দকৃত বালি থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি বালি সরিয়ে নেয়ার পাশপাশি প্রতিদিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন কার্যক্রমও অব্যাহত রাখে। আবার সেই প্রভাবশালী মহলের কারসাজীতে দুই দফা নিলামের নোটিশ দিয়ে ৩য় দফায় মাত্র অর্ধকোটি টাকায় এই বালি নিলাম দেয়ার কারনে সরকারকে অনেক টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হলো।
সূত্রে প্রকাশ, গত ১৪ মার্চ (মঙ্গলবার) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ চট্টগ্রামের  সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ব্রাক্ষণডেঙ্গা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং প্রকল্পের আওতায় উত্তেলিত বালু অবৈধ ভাবে বিক্রির সময় সৈকত দাশ নামের এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে। জব্দ করা হয় ৫০ লক্ষ ঘনফুট বালু। একই এসময় বালু বিক্রির কাজে ব্যবহৃত একটি এস্কেবেটরও জব্দ করা হয়। এসময় ধৃত ব্যক্তি সৈকত দাশ দীর্ঘদিন যাবত এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির যোগসাজশে সে চুরি করে বালু বিক্রির কথা স্বীকার করলে তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
 
 পরে বালি ও স্কেভেটর স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর জিম্মায় দেয়া হয়।
সেই বালু নিলামে বিক্রির জন্য বালি উপজেলা বালি নিলাম কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভুমি) আরাফাত সিদ্দিকী নিলামের জন্য যে কোন ট্রেড লাইসেন্সধারী ব্যক্তি/ প্রকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহবান করেন। সেই দরপত্র বিজ্ঞপ্তিতে নিলামে বিক্রয়ের বালির পরিমাণ ৪০ লক্ষ ঘনফুট ও প্রতি ঘনফুটের মূল্য ৫ টাকা হারে উল্লেখ করা হয়। এটি ১৩ এপ্রিল দুপুর বারটায় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্ত পরবতির্তে আবার ১৩ এপ্রিল একই বালি নিলামের জন্য আবারো দরপত্র আহবান করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বালির পরিমাণ কমে ৩০ লক্ষ ঘণফুট ও মূল্য ৩ টাকা কমিয়ে ২ টাকা করা হয়। সেই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল (দুপুর ১২টায়) নিলাম অনুষ্ঠানের কথা উল্লেখ করা হয়। সর্বশেষ গত ২৪ এপ্রিল একই বালি ৩য় বারের মত নিলাম আহবান করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল (২এপ্রিল)মঙ্গলবার বিকালে এই নিলাম কার্যক্রম সমাপ্ত করা হয়। এই বিজ্ঞপ্তিতে বালির পরিমাণ আরো কমিয়ে ২৫ লক্ষ ঘনফুট করা হয়। আর বালির মূল্য আরো এক টাকা কমিয়ে ঘনফুট বালির মূল্য মাত্র ১ টাকা করা হয়। গতকাল বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)র ভ‚মির কার্যলয় সরেজমিন পরিদর্শণকালে দেখা যায়, উক্ত বালি নিলাম নেওয়ার জন্য বিভিন্ন এলাকার ১৫/২০ জন লোক জড়ো হয়েছেন। কার্যলয়ের উপস্থিত কামাল উদ্দিন, জহির উদ্দিন ও মোস্তাক আহমদ অভিযোগ করে বলেন, সাতকানিয়া উপজেলা ল্যান্ড অফিস নামীয়  ফেসবুক পেইজে গত দুইবারের নিলাম বিজ্ঞপ্তি ( ৪ ও ১৩ এপ্রিল) স্বাক্ষরিত বালি নিলাম বিজ্ঞপ্তি দেয়া হলেও ৩য় বার অর্থাৎ ২৪ এপ্রিলে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়নি। তাই আমরা এই বিজ্ঞপ্তিটি না পাওয়ায় আমরা এই নিলামে অংশ নেয়া থেকে বঞ্চিত হলাম। প্রভাবশালী সিন্ডিকেটের কারনে এমন করা হয়ে থাকতে পারে বলে ধারনা তাদের। নিলাম প্রক্রিয়া চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভুমি) আরাফাত সিদ্দিকী বলেন, আমরা ইউএনও অফিস ও আমার কার্যলয়ে নৌটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দিয়ে নিলাম কার্যক্রমে অগ্রসর হচ্ছি। এসময় ফেসবুক পেইজে বিজ্ঞপ্তি দুটি দেওয়া আর শেষ বারের বিজ্ঞপ্তি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নৌটিশ বোর্ডে দিয়েছি ফেসবুক পেইজে দেওয়া না দেওয়া কোন বিষয় না। বালির পরিমাণ কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের পরে জব্দকৃত বালি ও স্কেভেটর জব্দ করে চেয়ারম্যানের জিম্মায় দিয়েছিল। সেটিও চুরি হয়ে গেছে,চুরির বিষয়ে আমরা একটি প্রতিবেদনও পাঠিয়েছি।
 
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল বলেন, প্রথম বার পরিমাপ ভুল হতে পারে, ধরলাম ২য় বারও ভুল হলো। কিন্তু ৩য় বারেতো ভুল  হওয়ার কথা না। আপনি পুরো বিষয়টি নিয়ে কথা বললে বিস্তারিত জানতে পারবেন। যোগাযোগ করা হলে সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তোজ জোহরা বলেন, আমরা যেটি পেয়েছি সেই অনুযায়ী নিলাম করেছি। কি দিয়েছে, কি পেয়েছি, কি পাইনি? সেটি নিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে। তা রির্পোটে আসবে। স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, পুরো প্রক্রিয়াটিতেই প্রভাবশালী বালিদস্যুই লাভবান হয়েছে। আর কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হলো। যারা যারা এই কর্মে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সরকারের ভাবমূর্তি রক্ষা করা জরুরী।
 
এদিকে চরতী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী বলেন- একটি মহলকে খুশি করার জন্য উপজেলা প্রশাসন বালুর পরিমাপ না করেই নিলাম দিয়েছে অথচ!আজও যদি ওই বালু পরিমাপ করা হয় তাহলে অন্তত ৪০লক্ষ ঘনফুট বালু থাকবে অথবা বর্তমানে নিলাম দেয়া থেকে পরিমাপে বেশী হবে সেটা আমার বিশ্বাস,আর যে এস্কেভেটরের কথা বলা হয়েছে সেটার জব্দ তালিকায় আমার সাক্ষর আছে যেমন সত্য ওদিন ভ্রাম্যমান অভিযানের সময় আমাকে কর্তৃপক্ষ এস্কেভেটরটি বুঝিয়ে দেয়নি সেটাও সত্য। তাই আদৌ এস্কেভেটর ছিল কিনা সেটার বিষয়ে আমার বোধগম্য নয়।

এমএসএম / এমএসএম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল