পার্বত্য জেলায় বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনায় ভোগান্তিতে এলাকাবাসী

পার্বত্য জেলার খাগড়াছড়ি রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ লাইন সংযোগে অনিয়ম, মিটারের রিডিংয়ে কারচুপি, দূর্নীতিসহ বিদ্যুতের লাইনের মালামাল চুরি ঘটনাও ঘটেছে প্রতিনিয়ত। যার ফলে অতিষ্ট এলাকাবাসী।
যার ফলে বার বার লোড সেডিং, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকাসহ নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সাধারণ জনগণের। প্রচন্ড তাপদাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। এর জন্য অনেকেই দায়ি করছেন বিদ্যুতের সাথে কর্তব্যরত কর্মকর্তাদের। তাদের গাফেলতীর কারনেই এমনটা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী ও সচেতন মহল।
খাগড়াছড়িসহ বিভিন্ন জেলার উপজেলা গুলো পরিদর্শনে দেখা যায়, গাছের খুটি দিয়ে বিদ্যুতের লাইন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কারনে বিভিন্ন সময় বৃষ্টির দিনে এবং ঝর তুফানের দিনে গাছের খুটি ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সংযোগে ব্যাঘাত ঘটে। যার ফলে ভোগান্তিতে ভুক্তে হয় সাধারণ মানুষের। পরে বিদ্যুৎ সংযোগ কর্মকর্তা ও কর্মচারিদের বার বার সংযোগ মেরামত করার তাগিদ দিলেও আসে না বলেও অভিযোগ করেন ভুক্তভোগিরা। তাই এর সুস্থ্য তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানায় সচেতন মহল।
স্থানীয় এলাকাবাসী জানায়, বিদ্যুৎ অফিসের কর্তব্যরত কর্মচারি ও কর্মকর্তার গাফেলতি এবং অব্যবস্থাপনার কারনে বিদ্যুতের মিটারের যে পরিমান ইউনিট দেখায় তার চেয়ে প্রায় ২শত থেকে ৩শত ইউনিট বেশি বিদ্যুৎ বিলের কাগজে উল্লেখ করা হয়। যার ফলে দিন মুজুরি করে খেটে খাওয়া মানুষের বিদ্যুৎ ব্যবহার করা এক প্রকার দুর্বিসহ হয়ে পরেছে। প্রতি মাসেই অতিরিক্ত বিল প্রদান করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে হয় এই অসহায় মানুষদের।
এছাড়াও র্দীঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার কারণে পড়ালেখা করতে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে শিক্ষার্থীদের। পরিক্ষার হলে প্রচন্ড গরমের মাঝে বিদ্যুতের ফ্যান বিহীন পরিক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। যার ফলে অনেকেই মাত্রাতিরক্ত গরমের কারনে ক্লান্ত হয়ে ঠিক মতো লেখতে পারছে না, পড়তে পারছে না। বিষয় গুলো বিবেচনা করে লোডসেডিং এর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রসমাজ ও সচেতন নাগরিক।
সম্প্রতি বুধবার (১০ মে ২০২৩) রাঙামাটির সীতারঘাট চন্দ্রঘোনা-কাপ্তাই জাতীয় গ্রিড ৯২৬ ও ৯২৭ টাওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন মাপের প্রায় ৬০টি মেম্বার এঙ্গেল এবং পিজি জয়েন্টের নাট বল্টু কে বা কারা খুলে চুরি করে নিয়ে গেছে। যার ফলে যেকোন সময় জাতীয় গ্রিডের টাওয়ার বিধ্বস্ত হয়ে বিদ্যুৎ বিচ্যুতিসহ মারাত্মকক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে । অভিযোগ পত্রে চুরি হওয়া যন্ত্রপাতির বাজার মূল্য ২০ হাজার টাকা দেখানো হয়েছে।
জাতীয় পাওয়ার গ্রিড চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র ইনচার্জ মো. আলমগীর হোসেন (সহকারী প্রকৌশলী) জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সীতারঘাট জাতীয় গ্রিডের টাওয়ার থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ মেম্বার এঙ্গেল ও পিজি নাট বল্টু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। যার ফলে যেকোন সময় এ টাওয়ার বিধ্বস্ত হয়ে জাতীয় গ্রিডের লাইন হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। চোরকে সনাক্ত করাসহ বিষয়টি অতি গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রশাসনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
