ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কেএমপি’র সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ২:৪৮

কেএমপিতে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর উদ্যোগে বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং ব্যবস্থা ও কৌশলকে শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা মোকাবেলার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ মে সকার ১০টায় খুলনার একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
এ কর্মশালায় খুলনা বিভাগের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশের ভূমিকা কীভাবে আরও শক্তিশালী ও জোরদার করা যায়, এ বিষয়ক কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এন্টি টেররিজম ইউনিট) জনাব এস এম রুহুল আমিন।
 আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মঈনুল হক, বিপিএম-বার, পিপিএম; অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কম্যান্ডান্ট) পিটিসি খুলনা জনাব হাবিবুর রহমান খান; অতিরিক্ত ডিআইজি (এটিইউ-বরিশাল বিভাগ) জনাব নাসিমা আক্তার; অতিরিক্ত ডিআইজি (এটিইউ খুলনা বিভাগ) জনাব মোঃ মনিরুজ্জামান, পিপিএম; পুলিশ সুপার (খুলনা) জনাব মাহবুব হাসান, বিপিএম; পুলিশ সুপার (ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট জনাব মোছাঃ শিরিন আক্তার জাহান; অফিসার ইনচার্জ (ইউএনওডিসি) বাংলাদেশ জনাব শাহ মোহাম্মদ নাহিয়ান এবং ন্যাশনাল কনসালটেন্ট (ইউএনওডিসি) প্রফেসর ড. এএসএম আলী আশরাফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন  কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বিএম নুরুজ্জামান, বিপিএম; খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মামুন রেজা-সহ খুলনা রেঞ্জ এবং খুলনাস্থ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, কেএমপি, খুলনা জেলা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও কুষ্টিয়া জেলার  বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাবৃন্দ এবং খুলনাস্থ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।

 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ