কেএমপি’র সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

কেএমপিতে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর উদ্যোগে বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং ব্যবস্থা ও কৌশলকে শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা মোকাবেলার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ মে সকার ১০টায় খুলনার একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় খুলনা বিভাগের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশের ভূমিকা কীভাবে আরও শক্তিশালী ও জোরদার করা যায়, এ বিষয়ক কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এন্টি টেররিজম ইউনিট) জনাব এস এম রুহুল আমিন।
আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মঈনুল হক, বিপিএম-বার, পিপিএম; অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কম্যান্ডান্ট) পিটিসি খুলনা জনাব হাবিবুর রহমান খান; অতিরিক্ত ডিআইজি (এটিইউ-বরিশাল বিভাগ) জনাব নাসিমা আক্তার; অতিরিক্ত ডিআইজি (এটিইউ খুলনা বিভাগ) জনাব মোঃ মনিরুজ্জামান, পিপিএম; পুলিশ সুপার (খুলনা) জনাব মাহবুব হাসান, বিপিএম; পুলিশ সুপার (ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট জনাব মোছাঃ শিরিন আক্তার জাহান; অফিসার ইনচার্জ (ইউএনওডিসি) বাংলাদেশ জনাব শাহ মোহাম্মদ নাহিয়ান এবং ন্যাশনাল কনসালটেন্ট (ইউএনওডিসি) প্রফেসর ড. এএসএম আলী আশরাফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বিএম নুরুজ্জামান, বিপিএম; খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মামুন রেজা-সহ খুলনা রেঞ্জ এবং খুলনাস্থ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, কেএমপি, খুলনা জেলা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও কুষ্টিয়া জেলার বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাবৃন্দ এবং খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
