কেএমপি’র সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
কেএমপিতে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) ও জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর উদ্যোগে বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং ব্যবস্থা ও কৌশলকে শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা মোকাবেলার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ মে সকার ১০টায় খুলনার একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় খুলনা বিভাগের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশের ভূমিকা কীভাবে আরও শক্তিশালী ও জোরদার করা যায়, এ বিষয়ক কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশের প্রশাসনিক সংস্থা সন্ত্রাসবিরোধী ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এন্টি টেররিজম ইউনিট) জনাব এস এম রুহুল আমিন।
আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা; রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মঈনুল হক, বিপিএম-বার, পিপিএম; অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কম্যান্ডান্ট) পিটিসি খুলনা জনাব হাবিবুর রহমান খান; অতিরিক্ত ডিআইজি (এটিইউ-বরিশাল বিভাগ) জনাব নাসিমা আক্তার; অতিরিক্ত ডিআইজি (এটিইউ খুলনা বিভাগ) জনাব মোঃ মনিরুজ্জামান, পিপিএম; পুলিশ সুপার (খুলনা) জনাব মাহবুব হাসান, বিপিএম; পুলিশ সুপার (ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট জনাব মোছাঃ শিরিন আক্তার জাহান; অফিসার ইনচার্জ (ইউএনওডিসি) বাংলাদেশ জনাব শাহ মোহাম্মদ নাহিয়ান এবং ন্যাশনাল কনসালটেন্ট (ইউএনওডিসি) প্রফেসর ড. এএসএম আলী আশরাফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বিএম নুরুজ্জামান, বিপিএম; খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মামুন রেজা-সহ খুলনা রেঞ্জ এবং খুলনাস্থ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, কেএমপি, খুলনা জেলা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও কুষ্টিয়া জেলার বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাবৃন্দ এবং খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি