ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মেহেরপুরে ভূঁয়া নিয়োগ পত্র দিয়ে সরকারী চাকরী দেয়ার নামে অর্থ বাণিজ্যের অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৩৫

 মেহেরপুরে দালাল চক্রের ফাঁদে পড়ে ৭ লাখ দিয়ে পথে বসেছেন এক গরীব অটোচালক। ভূঁয়া নিয়োগ পত্র দিয়ে সরকারী চাকরী দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক দালাল চক্র। টাকা ফেরত দিতে গড়িমসি করারও অভিযোগ পাওয়া গেছে। এমনি এক ঘটনা ঘটেছে গাংনী উপজেলার হিন্দা পশ্চিম পাড়া গ্রামে। মেয়ের চাকরীর জন্য প্রতারকের খপ্পরে পড়ে ৭ লাখ দিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন আইনাল হক। অর্ধাহারে অনাহারে দিন কাটছে অটো চালক আইনাল হকের। অভাবে কষ্টে দিনাতিপাত করতে বিষের বোতল নিয়ে ঘুরছে দিনমজুর  আইনাল হকের স্ত্রী। 
অভিযোগ সূত্রে জানা গেছে,  মেহেরপুর সদর উপজেলার নব গঠিত শ্যামপুর ইউপির  শ্যামপুর হাইস্কুল পাড়া (৩ নং ওয়াডর্) গ্রামের আবুল কালাম এর ছেলে ইলেকট্রনিক মালামালের ফেরিওয়ালা মতিয়ার রহমানএর সাথে গাংনী উপজেলার হিন্দা পশ্চিম পাড়া গ্রামের অটো চালক আইনাল হকের বন্ধুত্ব গড়ে উঠে। সেই সুবাদে মতিয়ার রহমান প্রায়শঃ আইনাল হকের বাড়িতে যাতায়াত শুরু করে। ধর্ম আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে মতিয়ার রহমান অর্থ হাতিয়ে নিতে আইনাল হকের মেয়ে সুমাইয়াকে সরকারী চাকরী দেয়ার পরিকল্পনার ছক তৈরী করে। প্রতারণার ফাঁদে ফেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উন্নয়ন-১ শাখার ‘অফিস সহায়ক’ পদে ভূঁয়া নিয়োগ পত্র দেখিয়ে মতিয়ার  রহমান নানা সময়ে  আইনাল হকের নিকট থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।  
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শহীদুল্লাহ (১০-০৪-২০২২ ইং তারিখে স্বাক্ষরিত একটি ভূঁয়া নিয়োগ পত্র । যেখানে লেখা রয়েছে ---‘ অফিস সহায়ক’ শুন্য পদে স্থায়ী নিয়োগ প্রসঙ্গে। বিগত বছরের ০৬/০৪/২০২২ ইং তারিখের আবেদনের প্রেক্ষিতে গাংনী উপজেলার হিন্দা গ্রামের আইনাল হকের মেয়ে সুমাইয়াকে নিয়োগ দেয়া হয়েছে। ১৫-০৫-২০২২ ইং থেকে  ১৯-০৫-২০২২ ইং তারিখের মধ্যে সরকারী কর্ম দিবসে যোগদানের নির্দেশ প্রদান করা হয়। যাহা সম্পূর্ণরুপে ভূঁয়া ও বানোয়াট। বিষয়টি প্রতারক মতিয়ার রহমানকে জানালে তিনি টাকা ফেরত দিতে গড়িমসি করতে থাকেন। এবং বলেন, আমি অন্য চাকরী ঠিক করেছি। নানাভাবে সে  প্রতারণা চালিয়ে যাচ্ছে। টাকা ফেরত চাইলে সে গড়িমসি করে ও কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। 
অভিযোগকারী আইনাল হক জানায়, আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ধার দেনা এমনকি বিভিন্ন এনজিও থেকে সুদের উপর টাকা নিয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিয়েছি। আমি এখন নিরুপায়। একদিকে টাকা হারানো, সুদের কিস্তি দেয়া সবমিলিয়ে আমি এখন নিঃস্ব। আমার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি আমার ন্যায্য টাকা ফেরত চাই। আমি প্রতারকের বিচার চাই। টাকা গ্রহণের সময় আমি ছবি-ভিডিও করে রেখেছি এমনকি আমার ২/৩ জন স্বাক্ষী ও রয়েছে। তিনি আরও জানান, এই প্রতারণার সাথে তার বাবা আবুল কালাম, মা লালবানু, স্ত্রী লাভলী খাতুন ও ছেলে মোস্তাফিজুর রহমান আকাশ জড়িত।  এরা চিটিং বা প্রতারণা করে গাড়ী বাড়ি  করেছে। গ্রামের সবাই এদের চিটার বাটপার বলে জানেন। আমি টাকা না পেলে আদালতে মতিয়ার ও তার পরিবারের নামে মামলা করবো। 
এ ব্যাপারে টাকা ফেরত চাইতে শ্যামপুর গ্রামে মতিয়ার রহমানের বাড়িতে গেলে কৌশলে মতিয়ার মাঠে যাওয়ার নাম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়মেম্বরের সাথে আলাপ কালে  তিনি জানান, মতিয়ার রহমান একজন টাউট দালাল শ্রেনির মানুষ। সে বিভিন্ন জায়গায় ধান্দাবাজি করে বেড়ায়। আপনারা না জেনে টাকা পয়সা দিয়েছেন কেন ?ওর ভয়ে গ্রামের লোক কেই মুখ খুলতে রাজী নয়। সামাজিকভাবে ওর কোন বিচার কেউ করে না। আপনারা চেয়ারম্যান বরাবর জানাতে পারেন অথবা আইনগত ব্যবস্থা নিতে পারেন।  

এমএসএম / এমএসএম

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার

নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে