নবীনগরে জনপ্রিয় হচ্ছে “বিনাতিল-২”

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবহমান কাল ধরে বাংলাদেশে তেলজাতীয় ফসলের জনপ্রিয়তা সরিষা এবং তিলকে কেন্দ্র করে। তিলের বীজে ৪২-৪৫% তেল ও ২০% আমিষ থাকে। তিলের তেল মানব শরীরের জন্য অতি প্রয়োজনীয় ৮০% এর বেশি অসম্পৃক্ত ফ্যাটি এসিড আছে। নবীনগর উপজেলায় এ বছর ৯২ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। তিল রবি এবং খরিপ-১ মৌসুমে আবাদ করা গেলেও সাধারণত কৃষকগণ খরিপ-১ মৌসুমে আবাদ করে থাকে। খরিপ-১ মৌসুমের শুরুতেই আবহাওয়া শুষ্ক থেকে এবং শেষ পর্যায়ে ভারী বৃষ্টিপাত থাকে। কৃষক পর্যায়ে কৃষি বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই প্রত্যাশা ছিলো জলবায়ু সহিষ্ণু তিলের জাত উদ্ভাবনের। এ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সহযোগিতায় নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামের তিল চাষীদের ২০ কেজি বীজ দেওয়া হয় ২৫ বিঘা জমিতে চাষের জন্য। সে প্লট গুলো সরেজমিনে পরিদর্শন করে সন্তোষজনক ফলাফল পাওয়া যাচ্ছে। পৌরসভা ব্লকের কৃষক সুধন মিয়া জানানা- তিল গাছের বৃদ্ধি খুব ভাল। আশা করি আবহাওয়া ভাল থাকলে ভাল ফলন পাওয়া যাবে। সুহাতা গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান- এ বছর বৃষ্টি না হওয়া সত্ত্বেও এই জাতের তিল খুব সুন্দর ভাবে ফুল এবং ফল দিচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের জাত খুঁজ করছিলাম। উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- “ বিনাতিল - ২ জাতটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি কাল জাতের তিল বীজ, এটি সাময়িক জলাবদ্ধতা এবং খড়া সহিষ্ণু। খরিপ-১ মৌসুমে এই ধরনের আবহাওয়া বিরাজমান থাকলে সাধারণ তিলের ফলনে প্রভাব পরে, কিন্ত বিনাতিল -২ এর ক্ষেত্রে কোন ক্ষতিকর প্রভাব পরে না। এ জাতটি আগামীতে ব্যাপক আকারে সম্প্রসারণ করতে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিনা-২ জাতের উচ্চ ফলনশীল তিল দেশের ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সহায়ক ভূমিকা রাখবে এ জাতটি দেশীয় সাধারণ জাতের তিলের তুলনায় দ্বিগুণ ফলন উৎপাদনে সক্ষম। বিনাতিল-২ এর জীবনকাল ৯০-৯৫ দিন ”। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানাযায় - আগামী বছর এই জাতের তিল অন্তত ৫০ হেক্টর জমিতে সম্প্রসারণ করতে বীজ সংরক্ষণ করা হচ্ছে, মাঠ দিবস করার মাধ্যমে বিনাতিল -২ জাতকে জনপ্রিয় করার প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
