ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দফা একটাই সংসদ ভেঙে দিয়ে তত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-৫-২০২৩ রাত ৮:২৭
জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ১০/২০ দফা নেই। বিএনপির এখন এক দফা এক দাবী-সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ। জনগণের সেই আন্দোলনের পাশে থাকবে বিএনপি।’  
 
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে কালেক্টরেট মাঠে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার সঞ্চলনায় অনুষ্ঠিত বিশাল এই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
 
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের আমলে জনগনের কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে সব আওয়ামীলীগের। ব্যাংক, টিসিবি, টিআর, কাবিখা রাস্তা –ঘাট সবই তাদের দখলে। এখন আমাদের দাবি হচ্ছে অবৈধ ফ্যসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্বাবাধায়ক সরকারের অধীনে নিবার্চন। কৃষক আন্দোলনের নেতা নুরল দীনের নাম উল্লেখ করে তিনি বলেন, আপনাদের এই এলাকায় তার বাড়ি ছিলো। যিনি কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন- কোনটে বাহে জাগো সবায়। আজকে আবার সেই ডাক এসেছে। আজকে আবার কারাগারের অভ্যান্তর থেকে গৃহবন্দী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন-  রাজনীতির এই খেলার ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। সেই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন এবারেও সেরকম লড়াউ হবে গণতান্ত্রিক বাংলাদেশে গড়তে,গণতন্ত্রকে ফিরিয়ে আনতে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ত্রিদেশীয় বিদেশ সফরের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘মানে মানে কেটে পড়েন। সময় শেষ হয়ে গেছে। আমাদের ৬শরও বেশি নেতাকর্মীকে খুন করা হয়েছে। ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মীকে ঘুম করা হয়েছে। ইলিয়াস আলীর শিশু সন্তানের মতো অসংখ্য শিশু তাঁর বাবার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আজও অপেক্ষা করছে। অসংখ্য স্ত্রী অপেক্ষা করছে তাদের স্বামীর জন্য। এই বুঝি তাঁর স্বামী ফিরে আসছে।’
বর্তমান সরকার নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে নিয়েছে দাবি করে নির্বাচন কমিশন বাতিলের দাবি করে মির্জা ফখরুল বলেন,  ‘মানুষের অধিকার কেড়ে নিয়ে এই সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল, পারে নাই। ঘরে ঘরে চাকরি দিতে প্রতিশ্রুতি দিয়েছিল। সেই চাকরিও দিতে পারে নাই। দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতিতে দেশের সাধারণ মানুষ আজ অসহায়। সারের দাম কয়েকগুণ বেড়ে গেছে। মানুষ মাছ খেতে পারে না, মাংস খেতে পারে না।’
 
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘সরকার রাতের অন্ধকারে জনগণের ভোট চুরি করেছে। এই সরকারকে দেশের মানুষ চায় না। বিদেশের কোনো সরকারও চায় না।’
 
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘২০২৪ সালের নির্বাচন কিন্তু ২০১৮ সালের মত হবে না।। বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না। দেশের হাজার হাজর কোটি টাকা বিদেশে পাচার, খুন,ঘুমসহ সকল অপকর্মের হিসেব দেশের ১৭ কোটি জনগণ নিবে বলে মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, অনেক নেতাকর্মীর রক্ত ঝাড়িয়েছে সরকার, আর নয়।দেশের মানুষ প্রতিবাদ করতে শিখিছে,সাধারণ মানুষ ও বিদেশের সরকারও এই সরকারকে চায় না। তিনি আরো বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে তত্বাবধায়ক সরকারের অধীনে এর বাহিরে কোনে নির্বাচন হতে দেওয়া হবে না দেশে।জনগণ তাদের অধিকার আদায়ে বিএনপির সাথে রয়েছে। আপনাদের পালানোর কোনো পথ থাকবে না। আওয়ামীলীগ ৭৫ এর পরবর্তী ২১ বছর ক্ষমতার বাহিরে ছিলো উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছিলেন ভুলে গেছেন। কিন্তু এবার আবার আওয়ামীলীগ ১শ বছর ক্ষমতায় যেতে পারবে না।
 
লালমনিরহাট জেলা বিএনপির জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রোকন উদ্দিন বাবুল, সদর বিএনপির আহবায়ক মমিনুল হকসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক