ঘটনার তদন্ত কমিটি গঠনের দাবি
পাহাড় কাটতে গিয়ে এক জনের মৃত্যু

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় রাতের আধাঁরে একের পর এক পাহাড় কেটেই চলেছে। যেন দেখার কেউ নেই। পাহাড় কাটার উপর বার বার সংবাদ প্রকাশের পরও প্রশাসন এর কোনো ব্যবস্থা গ্রহন না করায় পাহাড় খেকোরা তাদের অবৈধ কাজ দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে। ছোট বড় মাঝারি সব ধরনের পাহাড় কেটে পরিবেশকে ঝুকিঁর মুখে ফেলছে। প্রাণহানীর আশঙ্কা বাড়ছে প্রতিনিয়ত।
স্থানীয়দের দাবি, এসব পাহাড় কাটার ফলে পাহাড়ের নিচে এবং উপরে বসবাসরত মানুষের মৃত্যুর ঝুকি বাড়ছে। তবুও থামছে না পাহাড় কাটা। দিনে রাতে সমাহারে পাহাড় কাটা অব্যহত রেখেছে পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট চক্র। প্রশাসনকে বার বার অবহিত করলেও কোনো সুরহা মিলছেনা পাহাড় কাটার বিরুদ্ধে। কে বা কারা এর সাথে যুক্ত এর সুস্থ্য তদন্ত করে উপযুক্ত দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন স্থানীয়রা।
জানা যায়, সরকারি নিদের্শনা অমান্য করেই কাটা হয় এসব পাহাড়। পরে বিভিন্ন ইটভাটা নিয়ে গিয়ে প্রতি গাড়ি মাটি বাবদ ২হাজার টাকা বিক্রয় করা হয়। মৃত্যুর ঝুকিঁকেও তোয়াক্কা করে না পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট চক্রটি। যার ফলে গত ২০ মে ২০২৩ রাত আনুমানিক ১০ টায় খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া নামক এলাকায় রাতের আধারে পাহাড় কাটতে গিয়ে স্কাভেটর উল্টে প্রান গেল চালকের। প্রাণনাসের ঘটনার পরও প্রশাসনের কোনো নজর দারি না থাকায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুতে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।
সচেতন মহল বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে বার বার সংবাদ প্রকাশ করার পরও পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। দিনে রাতে সমাহারে পাহাড় কাটা চলছে। এতে পাহাড়ের আসপাশে বসবাসরত মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ছে। দ্রুত এর একটি ব্যবস্থা গ্রহন করা অত্যান্ত প্রয়োজন। নতুবা ভাড়ি বর্ষনে বড় ধরনের পাহাড় ধ্বসের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এবং ঘটতে পারে ব্যপক মৃত্যু।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
