ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শ্রীপুরে ২৭ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৪৮

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী (লিচুবাগান) এলাকায় এক দোকানি মোখলেসুর রহমানকে (৩২) হত্যার ঘটনায় একমাত্র অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় মামলা রুজুর ২৭ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করা হয়। ওই রাত ৯টা ১০ মিনিটে মামলা রুজু এবং পরদিন রাত সাড়ে ১০টায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ওই দিন নিহতের ম‍ৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। একমাত্র অভিযুক্ত ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে গ্রেপ্তারকৃত রুবেল (৩০) ঘটনার দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক জানান, ওই রাতে নিহতের স্ত্রী সুরভী আক্তার বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ করেন। বুধবার রাত ৯টা ১০ মিনিটে বাদীর অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করা হয়। মামলা রুজুর প্রায় ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় ছিনতাইকৃত তিনটি মুঠোফোন, নগদ ১ হাজার ১১৭ টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ১৬৪ ধারায় অভিযুক্তের জবানবন্দি রেকর্ডসহ আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে পৌরসভার মাস্টারবাড়ী (লিচুবাগান) এলাকায় অভিযুক্ত রুবেল তিন দিন না খাওয়ার কথা বলে ওই ব্যবসায়ীর দোকানে প্রবেশ করে। এ সময় হঠাৎ ব্যবসায়ীর টাকার বাক্স থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। এ সময় বাধা দিলে অভিযুক্ত ব্যবসায়ীর গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটানাস্থলেই ব্যবসায়ী নিহত হন। পরে রক্তমাখা শার্ট পরে দোকান থেকে বের হলে স্থানীয়রা অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

গাজীপুর জজ আদালতের আইনজীবী এমদাদুল হক মাসুম বলেন, মামলাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গৃহীত হওয়ার পর ট্রায়ালের জন্য সরাসরি জজ আদালতে চলে যাবে। এক্ষেত্রে আদালতের ইচ্ছার ভিত্তিতে বিচারকার্যের দ্রুত সমাপ্তি ঘটার সম্ভাবনা বিদ্যমান।

এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু