ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চলমান পরিস্থিতিতে রাষ্ট্রে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : চরমোনাই পীর-


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২২-৫-২০২৩ বিকাল ৬:৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বাধীনতার ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। দুর্নীতিবাজদের বর্জন করে রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সোমবার (২২ মে) খুলনা গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহঃ) ফাউন্ডেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের উদ্যোগে ওলামা সম্মেলন নগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত দেশের চলমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি আসন্ন কেসিসি নির্বাচনে হাতপাখা মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা রফিকুর রহমান, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সালেহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান ও মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, মুফতী মাহবুবুর রহমান। সম্মেলনে ওলামায়ে কেরামগণ বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আলেমদের জন্য একটি সম্ভাবনার দুয়ার উন্মোচিত করেছে। ওলামায়ে কেরামের উচিত এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জনবান্ধব আন্দোলনটি সফলতার দিকে নিয়ে যাওয়া। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা দ্বীন ইসলাম, আবু গালিব, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শেখ আমিরুল ইসলাম, মুফতি আব্দুর রহিম, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি আলী আহমদ, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুর সাকুর, মুফতি ফখরুল ইসলাম কাসেমী, মুফতি ইলিয়াস হোসেন মাঞ্জুরী, মুফতি জাকির হোসেন, মুফতি সরওয়ার হোসাইন, মুফতি মারুফ বিল্লাহ, মুফতি আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি আউসাফুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাস্টার আব্দুল্লাহ আল নোমান, মোঃ শাহিন হোসেন, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সহ খুলনার প্রায় শতাধিক ওলামায়ে কেরাম। ওলামা সম্মেলনে পীর সাহেব চরমোনাই আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আলেম সমাজের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন