ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

খুলনার সোনাডাঙ্গায় বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ১১:৫৩

খুলনার সোনাডাঙ্গায় ওমর ফারুক শিশু সদন মাদ্রাসায় বলাৎকারের ঘটনায় মাদ্রাসার শিক্ষককে এলাকাবাসী থানায় সোপর্দ করেছে। আটককৃত মাদ্রাসার শিক্ষকের দ্বারা এ ধরনের ঘটনায় ভক্তোভূগি আরো একাধিক শিশু। ভূক্তভূগিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় প্রতিবেদনে তাদের নাম উল্লেখ করা হলো না। গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষকের নাম আমজাদ হোসেন মাশরুফ (বয়স: ৩৫)। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। এই আমজাদ ওমর ফারুক শিশু সদন মাদ্রাসায় আরবি পড়াতেন। তিনি বিভিন্ন সময়ে শিশুদের বলাৎকার করেছেন এবং ভয়ভীতি দিয়েছেন। ভূক্তোভূগি আকাশ (ছদ্ম নাম) সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীদের কাছে ঘটনাটি বললে তখন এ খবর ছড়িয়ে পড়ে। তারপরও আমজাদ হোসেন ভয়ভীতি দেখায়। আকাশের (ছদ্ম নাম) গ্রামে বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার বাবা ঘটনা জেনে খুলনায় চলে আসেন। আসার পর তিনি থানায় অভিযোগ গাখিল করেন। ভূক্তোভূগি আকাশের (ছদ্ম নাম) বাবা একজন কৃষক। এ ঘটনায় মাদ্রাসার আরো কয়েকজন শিশু শিক্ষার্থী বলে, তাদের শিক্ষক আমজাদ হোসেন মাশরুফ প্রায়ই তাদের সাথে এধরনের অনৈতিক কাজ করে। তারা ভয়তে কিছু বলে না। মারধরও করেছে বিভিন্ন সময়ে। আর এক ভূক্তোভূগি আদি (ছদ্ম নাম),বয়স:১৫। তার গ্রামের বাড়ি মোংলা। আমজাদ হোসেন মাশরুফের বাড়ির পাশেই। আদি জানায়, তার সাথে জোড়পূর্বক আমজাদ হোসেন মাশরুফ কয়েকবার বলাৎকার করেছেন। মারধরও করেছেন। মাদ্রাসা ছেড়ে চলে যেতে চাইলে নানান ধরনের ভয়ভীতি দিতো এই শিক্ষক বলে জানা যায়। সোনাডাঙ্গায় ওমর ফারুক শিশু সদন মাদ্রাসা কমিটির সেক্রেটারি শওকাত হোসেন বলেন, আমি দুই-তিনদিন যাবৎ অসুস্থ। ঘটনাটি শুনেছি। সকল তথ্য যাচাই করে শিক্ষক আমজাদ হোসেন মাশরুফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি আগে জানা গেলে কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতো বলে তিনি জানান। সোনাডাঙ্গা থানা থেকে জানা যায়, বলাৎকারের অভিযোগের বিষয়টি ভূক্তোভূগি পরিবারের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। ভূক্তোভূগি আকাশের (ছদ্ম নাম) বাবা জানান, আমি গরীব মানুষ। থানায় অভিযোগ করেছি। আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। আমি চাই মাদ্রাসা শিক্ষকের বিচার হোক। 

 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ