ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আমার এ পর্যায়ের আসার পেছনে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য- তালুকদার আব্দুল খালেক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ১২:২৭

খুলনায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়।  এ সভায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমার এ পর্যায়ের আসার পেছনে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সাংবাদিকদের কল্যাণে সব কিছু করবো, ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকেই সাংবাদিকরা আমাকে পরামর্শ দিয়ে আজকের এ পর্যায়ে এনেছে। আমি সকল সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। আমার সকল উন্নয়ন কর্মকান্ড তারা গণমাধ্যমে তুলে ধরে খুলনা সিটি কর্পোরেশন এবং সরকারকে সমৃদ্ধ করেছে। সাংবাদিকদের কারণে  সিটি কর্পোরেশনে দূর্নীতির অনেকাংশে কমে গেছে। তিনি বলেন, আমার সাংবাদিক বন্ধুরা যেখানে অনিয়ম দেখেছে আমাকে জানিয়েছে আমি সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। খুলনা ছিলো অবহেলিত। আমার সাংবাদিক বন্ধুদের লিখনীর কারণে খুলনা আজ অর্থনৈতিক জোন এবং তিলোত্তমা নগরীতে পরিণত হয়েছে। আমি চাই আপনারা ন্যায় সঙ্গত কথা লিখবেন। আমি আপনাদের সাথে আছি। খুলনায় পাবলিক হলের স্থলে ১৫ তলা সিটি সেন্টার, কেসিসি মার্কেট আধুনিকায়ন, শেখপাড়া বাজার ও চিত্রালী বাজারের আধুনিকায়ন করা হবে। তিনি আরো বলেন, আমি যা করেছি সবকিছু খুলনার মানুষের জন্য করেছি। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য করিনি। আপনারা আমাকে ভালোবাসলে পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যেয়ে আমাকে ভোট দিবেন। শনিবার বিকাল ৫টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারনা কমিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এসময়ে বক্তৃতা করেন স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, খুলনা আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী সনি, সভায় স্বাগত বক্তৃতা করেন স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটির সদস্য সচিব মো. ফারুক আহমেদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সত্যের সন্ধানে পত্রিকার সম্পাদক এ্যাড. ফরিদ আহমেদ, দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সারোয়ারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এর আগে সকালে তিনি নগরীর ৩০নং ওয়ার্ডের রূপসা বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন তুরান, আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিনি সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম ও ২য় ফেজের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা ৩য় ফেজের সাধারণ সম্পাদক এস এম শামীমুজ্জামান শামীমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সাবেক পুলিশ কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ। পরে তিনি রাতে নগরীর আইডিইবি ভবনে মাগুরা জেলা কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ