বাসায় মিলল ইয়াবা-গাঁজা
গৃহকর্মীকে পেটানোর দায়ে নায়িকা একা আটক

গৃহকর্মীকে পেটানোসহ নির্যাতনের অভিযোগে রাজধানীর রামপুরার থেকে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। চিত্রনায়িকার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদের বোতল ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্যাতিত গৃহকর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তার আনুমানিক বয়স ২৫-২৬ বছর হবে। তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন। তিনি আরো জানান, বিকেলে তার পাশের ফ্ল্যাট থেকে একটি ফোন আসে জরুরি সেবা ৯৯৯-এ। ওই ফোনকলে পুলিশ জানতে পারে, একা যে বিল্ডিংয়ের থাকেন তার পাশের ফ্লাটেই এই ঘটনা। এরপর ৯৯৯ থেকে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হেল পুলিশ গিয়ে ওই বাসা থেকে একাকে আটক করে।
নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম হাজেরা বেগম। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, ইয়াবা গণনার কাজ চলছে। আহত গৃহকর্মীর প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এলে একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হবে। রোববার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন একা। ছবি দুটিতে মান্না ছিলেন তার নায়ক। এছাড়াও রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।
সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা যায়। ৩০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন একা।
জামান / জামান

শুভর সঙ্গে বিদেশ ঘুরছেন অন্তরা!

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

যে কারণে ক্ষমা চাইলেন পপি

অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা

আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই ইঙ্গিতপূর্ণ বার্তা তামান্নার

অমিত হাসানের সঙ্গে জুটি বাঁধলেন মেহজাবীন মেহা

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি : সামান্থা

ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুক চমকে দিলো দর্শকদের

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি : সামান্থা

কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত
