ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কেরানীহাট কাঁচা বাজারের দামে আগুন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩১-৫-২০২৩ দুপুর ১২:৫২

সফিয়া বেগম। প্রচণ্ড গরমের তপ্ত দুপুরে ব্যাগ হাতে ছুটছেন কেরানীহাট কাঁচা বাজারের এই মাথা থেকে ওই মাথায়। কোথাও একটু সস্তায়, কম দামে সবজি কিনতে পারবেন এ চিন্তা তার। মাত্র ২০০ টাকা নিয়ে বাজার করতে এসেছেন। এই টাকা দিয়েই কিনতে হবে চাল, ডাল, পিয়াজ, মরিচ, তেল এবং সবজি। কিন্তু বাজারে কোনো সবজির দামই পঞ্চাশ টাকার নিচে নেই। এক কেজি বেগুন কিনলেই শেষ ৫০ টাকা। বাকি দেড়শ’ টাকায় চাল, ডাল, পিয়াজ, মরিচ ও তেল কীভাবে কিনবেন? হিসাব মেলাতে পারছে না সফিয়া। একটা সময় সবজি কেনার সিদ্ধান্ত বাদ দিয়ে ৪০ টাকা দিয়ে শুঁটকি কেনেন তিনি। আর ১২০ টাকা দিয়ে দুই কেজি চাল, ২৫ টাকা দিয়ে এক ভাগা পিয়াজ এবং ১৫ টাকার মরিচ কেনেন।

হাতের টাকা শেষ। কিন্তু ভোজ্য তেল কিনতে পারেননি। সফিয়া বলেন, শুঁটকি মাছের ছানা আর ভাত আমাদের প্রতিদিনের খাবার। বেশি ঝাল দিয়া শুঁটকি ছানা করি, অল্প একটু ছানা নিলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। সবজির অনেক দাম। আবার রান্না করতেও তেলের প্রয়োজন হয়। আমাগোর শুঁটকি ছানাই ভালো। বিলকিস বলেন, গত বছর কোরবানি ঈদে অল্প মাংস পাইছিলাম। তখন মাংস খেয়েছিলাম। এক বছরের মধ্যে আর গরুর মাংস খাই নাই। ব্রয়লার মুরগি খেয়েছি প্রায় ছয় মাস আগে। বাসা-বাড়িতে কাজ করে মাসে সাত হাজার টাকা পাই। এই টাকা দিয়ে সকল খরচ চালাতে হয়। অনেক কষ্ট করতে হয়। বলেন, আমি এক সন্তান নিয়ে ঢেমশা রোডস্থ ভাড়া বাসায় থাকি। 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা মিলেছে এই দৃশ্য।রিক্সা চালক রহমত উল্লাহর পরনের শার্ট রোদের তাপে ঘামে ভিজে  ঝঁপ ঝঁপ লেপ্টে গেছে শরীরের সাথে তবুও রিক্সার পেটল মারছে সামনের দিকে তার আধবয়স্ক হাটু অজানা স্বপ্ন পূরনে বহু কষ্টে ওঠা নামা করছে। 

কথা হয় তার সাথে তিনি তার কাঁধে থাকা গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলেন-সকাল বেলা মরিচ পোড়া দিয়ে পেট ভরে পান্তা ভাত খেয়ে বের হওয়ার সময় আমার ছোট ছেলে অনিন্দ বলেছে রাতে নাকি সে মাইট্টা (সুরমা) মাছ দিয়ে ভাত খাবে,সেই সুরমা মাছের দাম কেজি ৭০০ টাকা। 

সেই সুরমা মাছের টাকা যোগাড় আর সেটা রান্না করার যাবতীয় মরিচ মশলা তরকারি নিতে আমার ১১০০টাকা দরকার তাও চাল ছাড়া অথচ এখন বিকাল ৪টা বেজে গেল ভাড়া মারতে পেরেছি ৩০০টাকা মাত্র তাই শরীরে এই ঘানিও ঘামের দিকে তাকিয়ে লাভ নেই বাচ্চা আমার মাইট্যা মাছ খাবে।

তাই বাজারে গিয়ে মাছ বাজারের দিকে তাকিয়ে অন্তরপোড়াঁর দীর্ঘ শ্বাস ফেলে চোখ ভিজিয়ে খালি হাতে বাড়ি ফিরে এই অনিন্দের বাবা রহমত উল্লাহরা। রহমত উল্লাহ আরো বলেন-দ্রব্যমূল্যের এই হালে বাংলাদেশে বেশী কষ্টে আছে শুধু বাবারা। বাবা হওয়া আনন্দের চেয়ে  যাতনায় বেশী বুঝা যায় কাঁচাবাজারে

এমএসএম / এমএসএম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল