ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

শুধুমাত্র নৌকা পারাপারে দুর্ভোগের কারণে পড়ালেখাও ছেড়ে দিয়েছে অনেক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৬-২০২৩ দুপুর ১২:২৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ যার একপারে মাধ্যমিক স্কুল ও কলেজ রয়েছে অন্য পারে ছয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। রতনপুর, কালাসোনা ও কাবিলপুর এলাকায় একটি স্কুলের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহচ্ছেন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ১০ গ্রামের লক্ষাধিক মানুষ। স্কুল-কলেজসহ দৈনন্দিন কাজকর্ম করতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয় তাদের। আর এই নদী পার হওয়ার সময় প্রায় ঘটে ছোটবড় নৌকাডুবির ঘটনা। গত কয়েকবছর আগে খরস্রোতা এ নদী পার হতে গিয়ে নৌকা ডুবিতে ঘটনা ঘটেছে অনেকবার। এরপর থেকে সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। সন্তানদের ভবিষ্যৎ দিকে বিবেচনা করে প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, ফুলছড়ির ‍উপজেলার উড়িয়া, ইউনিয়নের কালাসোনা, রতনপুর,কাবিলপুর ও নামাপড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী।  উড়িয়া ইউনিয়নের  ৬নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডকে মূল ভূখণ্ড থেকে দুইভাগে বিভক্ত করে রেখেছে এ নদী। নদী পাড়ি দিয়ে চরাঞ্চলের অন্তঃত ৫ থেকে ৬ টি গ্রামের মানুষ যাতায়েত করে থাকেন । এ ছাড়াও ব্রহ্মপুত্রের এক পাড়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় অন্যপাড়ের শিক্ষার্থীদের জীবনের  ঝুঁকি নিয়ে নৌকা পার হয়ে আসতে হয় পাঠশালায়। নদীর দুই পাড়ে শত শত একর আবাদি জমি থেকে উৎপাদিত  কৃষিপণ্য আনা নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় দু পাড়ের বাসিন্দাদের। এছাড়া এসব এলাকার অসুস্থ রোগী আনা-নেওয়ায় পড়তে হয় চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০-৭০ জন মানুষ, ৬টি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল ও যাত্রীদের মালামাল ছোট একটি নৌকায় করে পার হচ্ছে শিক্ষার্থীসহ নানা বয়সী সাধারণ মানুষ। তখনও পার হওয়ার অপেক্ষায় খালের পাড়ে দাঁড়িয়ে অর্ধশত মানুষ। নদীতে স্রোত হওয়ায় নৌকার মাঝির হাল ধরতেও  কষ্ট হচ্ছে।

এদিকে স্কুলে পাঠানোর জন্য  নৌকায় একমাত্র ছেলে বিপ্লব (৯)কে নৌকায় তুলে দিয়ে খালের পাড়ে দাঁড়িয়ে আছে বাবা আব্দুস সালাম  । শুধু আব্দুস সালামেই  নয় তার মত আরও অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য নৌকায় তুলে দিয়ে নদীর অপর পাড়ে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে থাকে।  আব্দুস সালাম  বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে সবসময় আমরা দুশ্চিন্তায় থাকি। এই বুঝি কোনো খারাপ সংবাদ আসে। বর্ষাকালে আরও বেশি ভয়ে থাকি তখন পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতও বেড়ে যায়। তখন প্রায় ছোট বড় নৌকা ডুবির ঘটনা ঘটে।

পূর্বপাড়ের এক কৃষক বদিয়ারজ্জামন (৫০) ,আব্দল আলিম(৪৫) ও আব্দুল আজ্জিজ(৫০) তারা তিন জন বলেন , আমাদের এলাকয় একটি মাধ্য়মিক বিদ্য়ালয় না থাকায় আমরা নিজেরাও প্রাথমিক পযন্ত লেখাপড়া করেছি একটি স্কুল ন থাকার কারনে আমাদের বাচ্চাদেরও মনে হয় একি অবস্থা হয় ।এ নিয়েও  আলিম , আজিজ রা রয়েছেন দুশ্চিন্তায়। এভাবেই একটি স্কুল না থাকায় প্রতিনিয়ত দুপাড়ের ৬০-৭০ জন ছত্র ছাত্রীকে  পোহাতে হচ্ছে ভোগান্তি।

গুণভড়ি উচ্চ বিদ্য়ালয়ের এক ছাত্রী জানান, সারা বছর আমাদের এমন কষ্ট করে স্কুলে যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে পার হয়েও প্রায়দিন ক্লাস মিস করি। নৌকা পারাপারে যেদিন দেরি হয় সেদিন আর ক্লাস ধরতে পারি না। আবার সেই কষ্ট করেই বাড়ি ফিরতে হয়। সরকারের কাছে আমার একটাই দাবি এখানে একটা মাধ্যমিক স্কুল নির্মাণ করা হোক।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের এ নদী পার হওয়ার জন্য বিকল্প কোনো পথ নেই। ৫-৬ কিলোমিটার দূরে একটি স্কুল  আছে আর ওই নদী পার হয়ে স্কুলে গেলে কোনদিনও স্কুল ধরতে পারিনা।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ বলেন, বিষয়টি আগেই জেনেছি। বিষয়টি জেনে ওই এলাকায় খোঁজখবর নিয়েছি। আসলেই ওই এলাকার ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করি দ্রুত সমাধান হবে ।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি